রবিবার, ০৯ জুলাই, ২০১৭, ০৭:১৮:২৯

ছেলে আব্রামকে নিয়ে কলকাতায় যাচ্ছেন অপু বিশ্বাস

 ছেলে আব্রামকে নিয়ে কলকাতায় যাচ্ছেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক : সন্তান জন্মের পর নিয়মিত জিম করছেন অপু বিশ্বাস। আগের চেয়ে অনেকটা শুকিয়েছেন বটে! তবে পুরোপুরি ফিট শরীর আনার জন্য এবং সন্তান জন্মের পর একজন মায়ের কিছুটা ডাক্তারি পরামর্শের প্রযোজন। এই সবকিছু মিলিয়ে শারীরিক চেকআপের জন্য কলকাতায় যাচ্ছেন অপু বিশ্বাস। সঙ্গে থাকবেন তার একমাত্র ছেলে আব্রাম খান জয়। কলকাতায় জন্ম নেয়া জয়ের এটাই হবে প্রথম বিদেশ সফর।

অপু জানান, আগামীকাল সোমবার (১০ জুলাই) একটি ফ্লাইটে কলকাতায় উড়ান দেবেন তিনি। তিনি বলেন, ‌‘জয়ের বয়স এখন নয় মাস। আর জয় তো সিজারের মাধ্যমে হয়েছে। যার কারণে আমাকেও চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হচ্ছে। এছাড়া আমি যেহেতু নিয়মিত জিম করছি। আর শারীরিকভাবে পুরনো অবস্থায় ফিরতে চাচ্ছি তাই সামনের দিনগুলোতে আমার করণীয় কী হবে, সে সব বিষয় নিয়েই চিকিৎসকের সঙ্গে কথা বলব।’

তিনি আরও বলেন, ‘আমি পুরোদমে জিমে মনযোগী হতে চাই। নিজেকে আবার আগের মতো করে ফিট করে তুলতে চাই। চলচ্চিত্রে অভিনয়ের জন্য নিজেকে আমূল বদলে নিতেই হবে।’

অপু জানান, আগামী ২০ জুলাই দেশে ফিরবেন তিনি। কলকাতায় তার মা ও বোন থাকেন। সেখানেই তিনি অবস্থান করবেন এই কয়দিন।

স্বামী শাকিব খানও কলকাতায় আছেন বলে খবর রয়েছে। দুজেনর দেখা হবার সম্ভাবনা আছে কি না জানতে চাইলে অপু হেসে জবাব দেন, ‘এমন কোনো পরিকল্পনা নেই। ছেলে-বউ কলকাতায় এসছে শুনে সে যদি সময় করে আসতে পারে তবে দেখা হতেই পারে। আমার সঙ্গে তার যোগাযোগ হয়নি অনেকদিন।’

প্রসঙ্গত, ঈদে অপু অভিনীত রাজনীতি ছবিটি মুক্তি পেয়েছে। বুলবুল বিশ্বাস পরিচালিত এই ছবিতে অপুর নায়ক তার স্বামী শাকিব খান।
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে