সোমবার, ১০ জুলাই, ২০১৭, ১১:০০:১৯

ভারতের মুসলিমরা কেন গরুর মাংস খেতে পারবে না ? প্রশ্ন রাখি সাওয়ান্তের

ভারতের মুসলিমরা কেন গরুর মাংস খেতে পারবে না ? প্রশ্ন রাখি সাওয়ান্তের

বিনোদন ডেস্ক: ঋষি বাল্মীকি সম্পর্কে বিতর্কিত মন্তব্যের রেশ কাটতে না কাটতেই এবার ফের আলোচনার কেন্দ্রে রাখি সাওয়ান্ত l উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন টেলিভিশনের ড্রামা কুইন l

রাখি সাওয়ান্ত বলেন, এত হিন্দু হিন্দু করার কে যোগি আদিত্যানাথ? নরেন্দ্র মোদী কী দেখে আদিত্যনাথকে মুখ্যমন্ত্রী পদে বসালেন, তা বুঝতে পারেন না তিনি l শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী পদে বসার কোনও যোগ্যতাই আদিত্যনাথের নেই বলেও মন্তব্য করেন রাখি সাওয়ান্ত l

কটা গরুকে খাবার খাইয়ে আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হয়েছেন, কে জানে বলেও বিস্ফোরক মন্তব্য করেন টেলিভিশনের ড্রামা কুইন l রাস্তায় কোনও গরু দেখলে বোঝা যায় না যে যোগি এসেছেন না অন্য কেউ?

শুধু তাই নয়, হিন্দুরা নাকি মুসলিমদের পাথর ছুড়ে ছুড়ে হত্যা করছে বলেও অভিযোগ করেন রাখি l এটা কোথাকার ন্যায়? দেশের সব মানুষকে হিন্দু হতে হবে, এমন কোনও মানে আছে না কি বলেও প্রশ্ন তোলেন রাখি l ভারতের মুসলিমরা কেন গরুর মাংস খেতে পারবে না ? এমন প্রশ্ন রাখি সাওয়ান্তের ।

সম্প্রতি ঋষি বাল্মীকিকে নিয়ে কটাক্ষ করেন রাখি সাওয়ান্ত l লুধিয়ানা কোর্টে হাজির হয়ে সেখানে জামিন নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে ফের জামিন বাতিল হয়ে যায় রাখির l জামিন বাতিলের পর নতুন করে পরোয়ানা জারি করেছে আদালত l অগাস্ট মাসে ফের রাখিকে লুধিয়ানা কোর্টে হাজিরা দিতে হবে বলে স্পষ্ট জানিয়েছে আদালত l- ইন্ডিয়া ডটকম
এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে