সোমবার, ১০ জুলাই, ২০১৭, ১১:২৮:৫৫

২০১৭-১৯: এই ৫ 'ধামাকা' মুভি নিয়ে আসছেন শাহরুখ

২০১৭-১৯: এই ৫ 'ধামাকা' মুভি নিয়ে আসছেন শাহরুখ

বিনোদন ডেস্ক: এই সময় ডিজিটাল ডেস্ক: বয়স ৫০ পেরিয়ে গিয়েছে অনেকদিন। তবু এখনও বলিউডের বাদশা শাহরুখ খান। তাঁর ফিল্ম মানেই দর্শকদের মধ্যে একটা আলাদা উন্মাদনা। হিট হোক বা ফ্লপ - শাহরুখের ফিল্ম মুক্তি পাওয়ার পর, প্রথম কয়েকদিন সিনেমা হল একেবারে হাউসফুল।

এটাই কিং খানের ম্যাজিক। সেই জাদু আগামী কোন কোন ছবিতে দেখা যাবে? শাহরুখের অনুরাগীদের জন্য রইল তাঁর পরের প্রজেক্টগুলির হাল-হদিশ। ২০১৫ থেকে ২০১৯ সালের মধ্যে কিং খানের পাঁচটি বিগ বাজেট ফিল্মে অভিনয় করার খবর ঘুরছে বলিউডে।

২০১৭-১৯: এই ৫ 'ধামাকা' মুভি নিয়ে আসছেন শাহরুখ:-
১. জব হ্যারি মেট সেজল

শাহরুখকে সঙ্গে নিয়ে নিজের ড্রিম প্রজেক্ট শুরু করেছেন ইমতিয়াজ আলি। তাঁর ফিল্মই কিং খানের পরবর্তী ফিল্ম। জব হ্যারি মেট সেজল। এই ছবিতে শাহরুখের বিপরীতে দেখা যাবে অনুষ্কা শর্মাকে। শ্যুটিং প্রায় শেষ। একে একে প্রকাশ করা হচ্ছে মিনি ট্রেলার। এই জুটিকে দেখার জন্য অধীর আগ্রহে রয়েছেন দর্শকরা। ছবিটি মুক্তি পাচ্ছে ৪ অগাস্ট।

২. বামন চরিত্রে শাহরুখ
শাহরুখের পরের প্রজেক্ট বেশ চ্যালেঞ্জিং। কেরিয়ারের শুরু থেকেই চ্যালেঞ্জ নিতে দেখা গিয়েছে কিং খানকে। খলনায়কও কীভাবে ছবির নায়ক হয়ে উঠে সমস্ত সিমপ্যাথি কেড়ে নিতে পারে, তা দেখিয়ে দিয়েছে শাহরুখের ডর, আনজাম।

তবে এ বারের চ্যালেঞ্জটা আলাদা। তনু ওয়েডস মনুর পরিচালক আনন্দ এল রাইয়ের পরবর্তী ছবিতে বলিউডের বাদশাকে দেখা যাবে বামনের চরিত্রে। ৩ ফিট ১ ইঞ্চি দৈর্ঘ্যের বামনের চরিত্রই ফুটিয়ে তুলবেন কিং খান। ছবিটি মুক্তি পাওয়ার কথা ২০১৮ সালের ২১ ডিসেম্বর।

৩.ফের জুটি শাহরুখ খান-আদিত্য চোপড়া?
বলিউডে জোর খবর, বড় একটা প্রজেক্ট নিয়ে কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে আদিত্য চোপড়ার। আর সেই প্রজেক্টে তিনি চান তাঁর বহু মেগা হিট ফিল্মের নায়ক শাহরুখকে। কানাঘুষো যদি সত্যি হয়, তবে আদিত্য চোপড়ার পরের ছবিতে যোদ্ধার ভূমিকায় দেখা যেতে পারে কিং খানকে।

৪.ফের জুটি শাহরুখ-বনসালি?
সঞ্জয় লীলা বনসালি ও শাহরুখ খানের জুটিতে দেবদাস তোলপাড় ফেলে দিয়েছিল বক্স অফিসে। পরের ছবিতে সেই শাহরুখে ভরসা রাখতে পারেন বনসালি। শোনা যাচ্ছে, সঞ্জয়ের মাথায় এই মুহূর্তে বেশ কয়েকটি ভাবনা রয়েছে। তবে তাঁর বায়োপিকের স্ক্রিপ্টটি বেশ পছন্দ শাহরুখের। এই চরিত্রটি নিয়ে কথাবার্তা চলছে শাহরুখ ও বনসালির মধ্যে। তবে, এখনও বিষয়টি কনফার্ম করেননি কেউই।

৫.ডন থ্রি
ডন ও ডন টু-এর মারকাটারি সাফল্যের পর শাহরুখ নিজেই জানিয়েছেন যে, খুব শিগগিরই তিনি শুরু করবেন ফারহান আখতারের ডন থ্রির কাজ। ডন থ্রি-র কথা কনফার্ম করেছেন ছবির প্রযোজকও। তবে এই ছবির মুক্তির দিন এখনও ঠিক হয়নি।-এই সময়
এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে