সোমবার, ১০ জুলাই, ২০১৭, ১২:৫৩:১৯

মোশাররফ করিমের নায়িকা মাধুরী দীক্ষিত

মোশাররফ করিমের নায়িকা মাধুরী দীক্ষিত

বিনোদন ডেস্ক : বাংলাদেশের গণ্ডি পেরিয়ে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম এবার অভিনয় করবেন বলিউড ‘কুইন’ মাধুরী দীক্ষিতের সঙ্গে। কলকাতার নতুন সিনেমা ‘সিতারা’য় দেখা যাবে তাদেরকে। ছবিতে মাধুরী ও মোশাররফ করিমের সঙ্গে রয়েছেন ওপার বাংলার অভিনেতা কৌশিক সেন।

আশিস কুমার রায়ের পরিচালনায়  সিতারা ছবিতে মোশররফ করিম  মাধুরীর বডিগার্ড চরিত্রে অভিনয় করবেন । বাংলা সাহিত্যের ধ্রুপদী লেখক আবুল বাশারের একটি গল্প থেকে নির্মিত হবে ছবিটি।

তবে ছবিটির সম্পর্কে বিস্তারিত জানতে অভিনেতা মোশাররফ করিমকে ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

এরআগে বাংলা সিনেমায় অভিনয় না করলেও বাংলাদেশের সীমান্তে চোরাচালান নিয়ে ‘সিতারা’ ছবির নাম ভূমিকায় অভিনয় করছেন মাধুরী ।-চ্যানেল আই
এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে