বিনোদন ডেস্ক : সব ধর্মের যা যা ভাল, সেগুলো নিয়েই ভাল থাকতে পারে মানুষ। কোন পরিস্থিতিতে এমন কথা বলতে বাধ্য হলেন তিনি? দেখুন
মন্নত-এ শাহরুখ খানের বাড়িতে ঢোকার মুখেই আছে হিন্দু দেবদেবীর ছবি। বাস্তবের শাহরুখ সব ধর্মকে শ্রদ্ধা করে চলেন। হিন্দু, মুসলিম এমনকি খ্রীষ্টধর্মও। এসব কথাই জানেন তাঁর অনুরাগীরা। তবুও জীবনে বহু ক্ষেত্রে অসহিষ্ণুতার শিকার হয়েছেন তিনি।
সেই শাহরুখই স্পষ্ট ভাষায় বললেন, আমাদের দেশে অনেক ধর্মই আছে। বিশ্বাস করুন, আর নতুন কোনও ধর্মের প্রয়োজন নেই। কিন্তু যেটার প্রয়োজন সর্বাগ্রে, সেটা হল শান্তি, প্রীতি ও স্বস্তি। প্রতিটি ধর্মেই রয়েছে এই তিনটির সাম্য বজায় রাখার বার্তা। সেই শব্দ, সেই কথাই আমাদের শোনার চেষ্টা করতে হবে,’’ দৃঢচিত্তে বলেছেন তিনি।-এবেলা
এমটিনিউজ২৪/টিটি/পিএস