বিনোদন ডেস্ক: নাম ঠিক। তবুও ঘষোণা হল না অধিনায়ক কোহলি নেই বলে। ভারতীয় ক্রিকেট ইতিহাসে এটাই প্রথমবার, কোচ বাছাই হওয়ার পরও নাম ঘোষণা করা হল না। বিরাট কোহলি এখন ভারতের বাইরে, কোচের নাম ঘোষণা করার আগে তাকে সমস্ত বিষয় অবগত করাতেই স্থগিত রাখা হল ভারতীয় ক্রিকেট দলের কোচের নাম ঘোষোণা।
ভারতীয় বোর্ডের ক্রিকেট উপদেষ্টা কমিটির অন্যতম প্রধান সৌরভ গাঙ্গুলি বলেন, ‘সচিন এবং লক্ষণের সম্মতি নিয়েই আমাদের কমিটি একটি সম্মিলিত সিদ্ধান্তে এসে উপনীত হয়েছে। আমরা এখনই ভারতীয় দলের কোচের নাম ঘোষণা করছি না। আমরা আরও কিছুদিন সময় নিচ্ছি। বিশেষ করে, অধিনায়কের (বিরাট কোহলি) সঙ্গে কথা না বলে আমরা নাম ঘোষণা করব না। তাড়াহুড়োর দরকার নেই বলেই মনে করছি আমরা। বিরাট কোহলির সঙ্গে কথা বলার দরকার আছে। আমেরিকা থেকে বিরাট ফিরলেই ক্রিকেট উপদেষ্টা কমিটি তার সঙ্গে কথা বলবে।’
সচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, ভিভিএস লক্ষ্ণ এই তিন কিংবদন্তী ক্রিকেটারকে নিয়ে গঠিত উপদেষ্টা কমিটি সোমবার ৫ জন আবেদনকারীর ইন্টারভিউ নিয়েছেন। ফিল সিমন্স উপস্থিত না থাকলেও বীরেন্দ্র শেবাগ, টম মুডি, রবি শাস্ত্রী উপস্থিত ছিলেন।
এদের মধ্যে একজনকে বেছেও নিয়েছেন সচিন-সৌরভ-লক্ষ্ণ। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করেছেন ক্যাপ্টেন-কোচের বিবাদের পুরনো ছবি যেন ভারতীয় ক্রিকেটে আবারও ফিরে না আসে সেই জন্যই এই মাস্টারস্ট্রোক দিল ক্রিকেট উপদেষ্টা কমিটি।
১০ জুলাই ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/ আ শি/ এএস