স্পোর্টস ডেস্ক: শাকিব খানের সাথে এবার যুক্ত হচ্ছেন নবাগতা সূচনা আজাদ। ‘অপারেশন অগ্নিপথ’ নামের এই ছবিতে শাকিব খানের নায়িকা হিসেবে থাকছেন শিবা আলি খান। শাকিব খানের শিডিউল নিয়ে ছবিটির শুটিং শুরু হলেও গতি পায়নি। তবে এবার সে সমস্যার সমাধান হচ্ছে। আর এ যাত্রায় যুক্ত হচ্ছেন সূচনা। ছবিটি পরিচালনা করছেন নির্মাতা আশিকুর রহমান।
সূচনা এর আগে র্যাম্পে কাজ করতেন, কাজ করেছেন টেলিভিশন বিজ্ঞাপনেও কিন্তু বড় পর্দায় এটাই প্রথম কাজ। আর অভিষিক্ত হচ্ছেন শাকিব খানের সিনেমার মাধ্যমেই।
সূচনা জানালেন, শাকিব খানের সাথে কাজ করার সুযোগ পাওয়াটা বড় বিষয়। ভালো কাজ হতে পারে এটা, নিজের মেধা আর মনন দিয়ে ভালো কাজ করবেন।
জানা গেছে, ‘অপারেশন অগ্নিপথ’ ছবিতে সূচনা আজাদকে একজন সাইবার হ্যাকার হিসেবে দেখা যাবে। ছবিতে সূচনা আজাদ থাকবেন শাকিব খানের সহযোগী হিসবে। পরবর্তীতে কাহিনীর মোড় ঘুরে যাবে।
১০ জুলাই ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/ আ শি/ এএস