মঙ্গলবার, ১১ জুলাই, ২০১৭, ০৯:১০:০১

গদ্দাফির সঙ্গে ক্যাটরিনা, কী করছিলেন?

গদ্দাফির সঙ্গে ক্যাটরিনা, কী করছিলেন?

বিনোদন ডেস্ক: ঠিকই দেখছেন। প্রয়াত লিবিয়ার শাসক মুয়াম্মার গদ্দাফির পাশে বসে রয়েছেন ক্যাটরিনা কইফ! গদ্দাফি, সন্ত্রাসের অন্য নাম। তাঁর পাশে বসে কী করছিলেন নায়িকা?

আসলে বলিউেড কেরিয়ার শুরুর আগে মেডলিং করতেন ক্যাটরিনা। লিবিয়ায় একটি ফ্যাশন শো-তে গিয়ে প্রায় ১৫ বছর আগে তত্কালীন শাসক গদ্দাফির সঙ্গে ছবি তুলেছিলেন নায়িকা। সেই ছবি আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ছবিটি পোস্ট করেছেন মেডল শমিতা সিংহ। তিনিও ওই শো-এ ক্যাটরিনার সঙ্গে অংশ নিয়েছিলেন। ছবিতে রয়েছেন নেহা ধুপিয়া, অদিতি গোভিত্রিকর এবং আঁচল কুমারের মতো এক সময়ের প্রথম সারির মেডলরাও।

শমিতা লিখেছেন, "প্রায় ১৫ বছর আগে আমরা সকলে একটি ফ্যাশন শো-এ লিবিয়া গিয়েছিলাম। মিস্টার গদ্দাফির সঙ্গে দেখা করার সুযোগ হয়েছিল। সেই ট্রিপটার কথা মনে আছে?" যদিও পরে ইনস্টাগ্রাম থেকে পোস্টটি সরিয়ে নেন শমিতা।

আগামী ১৪ জুলাই মুক্তি পাচ্ছে অনুরাগ বসু পরিচালিত ছবি 'জগ্গা জসুস'। সেই ছবিতে রণবীর-ক্যাটরিনার কেমিস্ট্রি নিয়ে সরগরম ইন্ডাস্ট্রি। তার আগে গদ্দাফির সঙ্গে ক্যাটরিনার ছবি নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে বি-টাউনে।-আনন্দ বাজার
এমটিনিউজ২৪/এম,জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে