মঙ্গলবার, ১১ জুলাই, ২০১৭, ০১:৪১:১৭

আজ চিত্রনায়িকা পূর্ণিমার জন্মদিন

আজ চিত্রনায়িকা পূর্ণিমার জন্মদিন

বিনোদন ডেস্ক : আজ ১১ই জুলাই বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমার জন্মদিন।পূর্ণিমা ১৯৮১ সালে আজকের এই দিনে চট্টগ্রামের ফটিকছড়িতে জন্মগ্রহণ করেন।বাংলা চলচ্চিত্রের এই গ্ল্যমারাস অভিনেত্রীর জন্মদিনে জানাই শুভেচ্ছা একরাশ এবং আগামীর দিনগুলির জন্য শুভ কামনা।

নায়িকা শাবনূর, মৌসুমির পর পূর্ণিমাই পেরেছিলেন সুস্থ ধারার সিনেমায় নিজেকে নির্ভরযোগ্য ও জনপ্রিয় অভিনেত্রী হিসাবে প্রতিষ্ঠিত করতে। তার এ অভিনয় ক্যারিয়ারে শতাধিক দর্শকনন্দিত ছবি উপহার দিয়েছেন । শুধু বড় পর্দা নয় ছোট পর্দায়ও অর্থাৎ টিভি নাটক, বিজ্ঞাপনেও কাজ করেছেন দাপটের সঙ্গে । বিচারক হিসাবে ২০১২ সালে চ্যানেল আই সেরা নাচিয়ের বিচারকের দ্বায়িত্ব পালন করেন। এছাড়াও চলতি বছরের গত ৫ই মে অনুষ্ঠিত বাংলদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সদস্য পদে জয়লাভ করেন এ অভিনেত্রী এবং গত ১৫ মে চলচ্চিত্র জীবনের ২০ বছরে পা রাখেন এ গ্ল্যমারাস অভিনেত্রী।

‘শত্রু ঘায়েল’ নামের ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করলেও জাকির হোসেন রাজুর ‘এ জীবন তোমার আমার’ ছবির মধ্য দিয়ে নায়িকা পূর্ণিমার ক্যারিয়ার শুরু হয়। ১৯৯৮ সালে জাকির হোসেন রাজু পরিচালিত এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন চিত্রনায়ক রিয়াজ।

প্রথম ছবিতে তেমন একটা সফলতার দেখা না মিললেও আস্তে আস্তে নিজেকে চলচ্চিত্রের অন্যতম সেরা নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেন পূর্ণিমা। ‘মনের মাঝে তুমি’, ‘হৃদয়ের কথা’, ‘প্রেমের নাম বেদনা’, ‘ছোট্ট একটু ভালোবাসা’, ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’, ‘সুলতান’, ‘শাস্তি’, ‘শুভা’, ‘মেঘের পরে মেঘ’, ‘স্বামী-স্ত্রীর যুদ্ধ’, ‘পিতামাতার আমানত’, ‘মাটির ঠিকানা’, ‘সাথী তুমি কার’, ‘সবাই তো ভালোবাসা চায়’, ‘মায়ের জন্য পাগল’, ‘মাটির ঠিকানা’সহ অসংখ্য ভালোমানের ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন পূর্ণিমা। কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিল না’ ছবির জন্য ২০১০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর খ্যাতিও অর্জন করেন পূর্ণিমা।

ব্যক্তিগত জীবনে পূর্ণিমার ডাকনাম রীতা। পূর্ণিমা ১৯৮১ সালে আজকের এই দিনে চট্টগ্রামের ফটিকছড়িতে জন্মগ্রহণ করেন। ২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা অভিনেত্রী পূর্ণিমা। ২০১৪ সালের ১৩ এপ্রিল কন্যাসন্তান জন্ম দেন এ অভিনেত্রী। তার একমাত্র সন্ধ্যা আরশিয়া উমায়জা। পূর্ণিমার পিতার নাম মোঃ হানিফ ও মাতার নাম সুফিয়া খাতুন। একমাত্র বোনের নাম রেখা।
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে