বুধবার, ১২ জুলাই, ২০১৭, ০১:২৪:০৬

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ‘ছুটির ঘণ্টা’র পরিচালক

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ‘ছুটির ঘণ্টা’র পরিচালক

বিনোদন ডেস্ক: ‘মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই, তিনি আমাকে নতুন জীবন দান করেছেন। আর প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি, তিনি আমার চিকিৎসাভার গ্রহণ করে আমাকে সম্মানিত করেছেন।’ বললেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমান।

সিঙ্গাপুরে দীর্ঘ এক মাস চিকিৎসা শেষে গত রোববার রাতে দেশে ফিরেছেন তিনি। চিকিৎ​সকদের মতে, তিনি এখন আশঙ্কামুক্ত এবং সুস্থ আছেন। আজিজুর রহমান আরও বললেন, ‘আগামী ২৪ জুলাই জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পেয়েছি। সেখানে যাব। তখন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করব, তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাব। সিঙ্গাপুরে বাংলাদেশ দূতাবাস থেকেও সব সময় আসার খোঁজ খবর নিয়েছে। তাদেরকেও ধন্যবাদ।’

‘ছুটির ঘণ্টা’সহ অনেক সফল ছবির নির্মাতা গুণী পরিচালক আজিজুর রহমানের উন্নত চিকিৎসার জন্য তার পাশে এসে দাঁড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এই পরিচালকের চিকিৎসার জন্য ২০ লাখ টাকার অর্থসহায়তা দিয়েছেন। গত ২১ জুন সন্ধ্যায় চিত্রনায়িকা শাবানার স্বামী ওয়াহিদ সাদিকের হাতে ২০ লাখ টাকার চেক তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক রিয়াজ।

আজিজুর রহমান গত কয়েক মাস ধরে গুরুতর অসুস্থ ছিলেন। গত ১৪ মে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। এরপর তাকে উন্নত চিকিৎ​সার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার চিকিৎ​সা হয়েছে।

গত ১৯ জুন চিত্রনায়িকা শাবানা, ওয়াহিদ সাদিক, চিত্রনায়ক আলমগীর, চিত্রনায়িকা মৌসুমী এবং চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। তারা আজিজুর রহমানের চিকিৎ​সায় সহায়তা করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন। তখন প্রধানমন্ত্রী তাদেরকে এ ব্যাপারে সহযোগিতা করার জন্য আশ্বাস দেন।

শাবানা আর তার স্বামী ওয়াহিদ সাদিক, অভিনেতা আলমগীর এবং চলচ্চিত্র পরিচালক সমিতিকে ধন্যবাদ জানান আজিজুর রহমান। তিনি বলেন, ‘শাবানা প্রমাণ করে দিল, ও আমার ভাতিজি আমি ওর চাচা।’

এদিকে আরেক প্রখ্যাত পরিচালক মনতাজুর রহমান আকবর বলেন, ‘আজিজুর রহমান আমার গুরু। তিনি অত্যন্ত ভালো মানুষ। আমার জানা মতে, তার দ্বারা কারও এতটুকু ক্ষতি হয়নি। আল্লাহ তাকে আবার আমাদের মাঝে সুস্থ করে ফি​রিয়ে এনেছেন, এর জন্য শুকরিয়া জানাই। আর ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তিনি তড়িৎ​ পদক্ষেপ নিয়েছেন বলেই সঠিক সময়ে আমার গুরুর যথাযথ চিকিৎ​সা হয়েছে।’

পরিচালক আজিজুর রহমান ১৯৫৮ সালে ‘এ দেশ তোমার আমার’ ছবিতে এহতেশামের সহকারী হিসেবে কাজ শুরু করেন। তিনি ৫৪টি ছবি নির্মাণ করেছেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘ছুটির ঘণ্টা’, ‘অশিক্ষিত’, ‘মাটির ঘর’, ‘জনতা এক্সপ্রেস’, ‘সাম্পানওয়ালা’, ‘ডাক্তার বাড়ি’, ‘গরমিল’ ও ‘সমাধান’।
এমটিনিউজ২৪/এম,জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে