বুধবার, ১২ জুলাই, ২০১৭, ০৩:২৩:১৮

বাহুবলী ২-এর এই বিশাল ভুল নজরে পরেনি কারো! জেনে নিন, কি সেই ভুলটি

বাহুবলী ২-এর এই বিশাল ভুল নজরে পরেনি কারো!  জেনে নিন, কি সেই ভুলটি

বিনোদন ডেস্ক:  বিশাল মাহিষমতী রাজ্য, অভুতপূর্ব ফিল্মের সেট, রাজকীয় পোশাক, যুদ্ধক্ষেত্র -ইত্যাদি নিয়ে তৈরি 'বাহুবলী'। ২০১৫ সালে মুক্তি পায় 'বাহুবলী দ্য বিগিনিং'। সারা দেশে সাড়া ফেলে দেয় এসএস রাজামৌলি পরিচালিত এই ছবি।

অবশেষে আড়ম্বরের সঙ্গে মুক্তি পায় 'বাহুবলী দ্য কনক্লিউশন'। একই রকম হিট করে সিকোয়েলটি। ছবিতে প্রভাস এবং অনুষ্কা শেট্টির রসায়ন মানুষের নজর কাড়ে। সঙ্গে ছিল বিশাল ক্ষ্যাপা হাতির উপরে বাহুবলীর চড়া, বল্লালদেব তথা রাণা দাগগুবতির বলিষ্ঠ চেহারায় লড়াই। কিন্তু এইসব দিকে নজর দিতে গিয়ে বোকা হয়েছেন অনেকেই।

একটি সর্বভারতীয় ওয়েবসাইটের মতে, ছবিতে রয়েছে একটি বিশাল বড় ভুল, যা দর্শকের নজরে পড়লে পুরো ছবিটার হয়তো মানেই থাকতো না, ছবির গল্পটাই সম্পূর্ণ হতো না। বাহুবলী ২-এর এই বিশাল ভুল নজরে পরেনি কারো।

শিবগামী ছেলে বল্লালদেবের তরোয়ালটি কুন্তল সাম্রাজ্যে পাঠায়। একটি দৃশ্য রয়েছে ছবিতে, যেখানে বিয়ের প্রস্তাব পাঠানোর জন্য, শিবগামী ছেলে বল্লালদেবের তরোয়ালটি কুন্তল সাম্রাজ্যে পাঠায়।

রাণির কথা মতো, মন্ত্রী বল্লালদেবে বিয়ের প্রস্তাব নিয়ে যায়, এবং বল্লালদেবের তরোয়ালটি নিয়ে দেবসেনাকে প্রস্তাব গ্রহণ করতে বলে। মন্ত্রী বল্লালদেবের নাম উচ্চারণ না করায়, ভুল বোঝাবুঝির শুরু হয়। কাটাপ্পা এবং অমরেন্দ্র ভেবে বসেন, বাহুবলীর জন্যই বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন মাহিষমতীর রাণি। এখানেই রয়েছে ভুলটি।

নিজের তরোয়ালটি তো বাহুবলীর সঙ্গেই ছিল। অতএব যে তরোয়ালটি মাহিষমতী থেকে এসেছে, সেটি বাহুবলীর নয়। তাহলে কাটাপ্পা এবং বাহুবলী ভাবলেন কী ভাবে, ওই তরোয়ালটি বাহুবলীর। অবশ্য, এই ভুলটা না করলে হয়তো ছবিটাই হতো না!-এবেলা
এমটিনিউজ২৪/এম,জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে