বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭, ০১:২২:২৩

কপিরাইট লঙ্ঘনের নোটিশ পাঠালেন কুমার বিশ্বাসকে, জবাবে অমিতাভ বচ্চন পেলেন ৩২ টাকা

কপিরাইট লঙ্ঘনের নোটিশ পাঠালেন কুমার বিশ্বাসকে, জবাবে অমিতাভ বচ্চন পেলেন ৩২ টাকা

বিনোদন ডেস্ক:  অনুমতি ছাড়াই তাঁর বাবা হরিবংশ রাই বচ্চনের কবিতাপাঠ করেছেন। কপিরাইট লঙ্ঘন অভিযোগে অমিতাভ বচ্চন আইনি নোটিশ পাঠালেন আম আদমি পার্টির এই অন্যতম প্রতিষ্ঠাতা-নেতা ও কবি কুমার বিশ্বাসকে।

জবাবে কুমার বিশ্বাস অমিতাভকে প্রণাম পাঠিয়েছেন, সঙ্গে ৩২ টাকা। অমিতাভ ওই কবিতাপাঠ থেকে উপার্জনের বিবরণ চেয়েছিলেন, তাই ৩২ টাকা পাঠিয়েছেন কুমার বিশ্বাস।

অমিতাভ জানতে পারেন, কুমার বিশ্বাস তাঁর সম্মতি ছাড়াই নিজের ভিডিওয় হরিবংশ রাই বচ্চনের লেখা একটি কবিতা ব্যবহার করেছেন। তাই আইনি নোটিশ পাঠান তাঁকে। ওই নোটিশে ভিডিওয় হরিবংশের কবিতা ব্যবহার করে হওয়া রোজগারের বিবরণও জানতে চাওয়া হয়।

অমিতাভ বলেন, নিজের ভিডিওয় সম্মতি ছাড়া তাঁর বাবার লেখা কবিতা ব্যবহার করে কপিরাইট আইন ভেঙেছেন কুমার বিশ্বাস। ২৪ ঘণ্টার মধ্যে ওই ভিডিও ইউটিউব থেকে সরিয়ে দিতে হবে।

জবাবে কুমার বলেন, অন্য সব কবির পরিবার এই পদক্ষেপের প্রশংসা করেছে। আপনি পাঠালেন নোটিশ। আপনার বাবুজির উদ্দেশে ভিডিওটি ডিলিট করলাম। আর আপনার দাবিমত রোজগারের ৩২ টাকা পাঠালাম। প্রণাম।

ওই ভিডিও কুমার বিশ্বাসের তর্পণ প্রকল্পের অংশ। এতে প্রসিদ্ধ হিন্দি কবিদের শ্রদ্ধাঞ্জলি দেওয়া হচ্ছে। তারই অংশ হিসেবে হরিবংশ রাই বচ্চনের ‘নীড় কা নির্মাণ ফির’ কবিতাটি ব্যবহার করেন তিনি।-এবিপি আনন্দ
এমটিনিউজ২৪/এম,জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে