বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭, ০৮:২৮:৩৬

রাজারহাটের ফ্ল্যাটে ৬০৯ নম্বর রুমে কি করছিলেন আবীর-সোহিনী?

রাজারহাটের ফ্ল্যাটে ৬০৯ নম্বর রুমে কি করছিলেন আবীর-সোহিনী?

বিনোদন ডেস্ক: রাজারহাটের একটি ফ্ল্যাট৷ এই ফ্ল্যাটকে ঘিরেই রহস্য।এই ফ্ল্যাটেই দেখা মিলেছে আবীর- সোহিনীর। নম্বর ৬০৯।কি রয়েছে এই রুমে? সেই রহস্যের উন্মোচন করবেন পরিচালক অরিন্দম ভট্টাচার্য। একটি ফ্ল্যাটকে ঘিরে নতুন ছবি বানাচ্ছেন তিনি।

ছবিতে নবদম্পতির ভুমিকায় দেখা যাবে অর্ক ও সায়ন্তনী অর্থাৎ আবীর ও সোহিনীকে ।দুজনে ভাড়া থাকার জন্য একটি ফ্ল্যাট খুঁজছেন। নতুন ঠিকানা খুঁজতে খুঁজতে তাঁদের সঙ্গে পরিচয় হয় একজন ব্রোকারের। সেই ব্রোকার এক প্রকার সবজান্তা। একটি ফ্ল্যাট পছন্দ হয় তাঁদের। নানা শর্তে সেই ফ্ল্যাট দিতে রাজি হয় ব্রোকার।

সেই সুন্দর ফ্ল্যাটে থাকতে শুরু করেন দুজনে।ফ্ল্যাটে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। প্রতিবেশীরা সেই ফ্ল্যাটটি সম্পর্কে অর্ক এবং সায়ন্তনীকে নানা রকম ঘটনা বলতে শুরু করে। বৈবাহিক সম্পর্ক মোর নেয় রহস্যে। এরপর কী হবে? ওই ঠিকানায় কি থাকতে পারবে দুজনে? উত্তর লুকিয়ে রয়েছে ফ্ল্যাট নং ৬০৯এ।

এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আবীর ও সোহিনী। সঙ্গে দেখা যাবে সৌমিত্র চট্টোপাধ্যায়, মমতা শঙ্কর, রুদ্রনীল ঘোষ ও খরাজ মুখার্জিকে। ইতিমধ্যেই শুরু হয়েছে ছবির শুটিং ।
এমটি নিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে