বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭, ০৯:১৮:০৩

মৌসুমীর নিকট মিশার দুঃখ প্রকাশ

মৌসুমীর নিকট মিশার দুঃখ প্রকাশ

বিনোদন ডেস্ক: সম্প্রতি একটি অনুষ্ঠানে গুণী অভিনেত্রী মৌসুমীকে ‘বয়স্ক’ বলে সম্মোধন করেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। আর  ঘটনা মৌসুমীর স্বামী চিত্রনায়ক ওমর সানী মনোক্ষুণ্ণ হন মিশার ওপর। সানী মিশার কড়া সমালোচনা করেন। তবে শেষ পর্যন্ত বরফ গলেছে।

একই ছবি ‘দুলাভাই জিন্দাবাদ’-এ অভিনয় করতে যাচ্ছেন তারা। এবার একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়াতে হবে মৌসুমী ও মিশাকে। শুটিং স্পটে ছিলেন ওমন সানীও। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন মনোয়ার হোসেন ডিপজল। তার মধ্যস্থতায় গেলো মঙ্গলবার ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবির শুটিং স্পটে নিজের অনিচ্ছাকৃত মন্তব্যের জন্য মৌসুমীর কাছে দুঃখ প্রকাশ করেন মিশা সওদাগর।

এ সময় তিনি মৌসুমীকে পদত্যাগ পত্র প্রত্যাহার করে ফের চলচ্চিত্র শিল্পী সমিতিতে ফিরে আসার জন্য অনুরোধ করেন। তবে মৌসুমী এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানাননি।

মৌসুমী কিছু না বললেও তার স্বামী ওমর সানী বলেছেন, চলচ্চিত্র শিল্পী সমিতির সঙ্গে আমার পরিবার সব সময় ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তবে বর্তমান কমিটিতে আমার পরিবার থাকবে না, এটা পরিষ্কার।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৭-১৯ মেয়াদের নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের সদস্যপদে জয়ী হয়েছিলেন চিত্রনায়িকা মৌসুমী। কিন্তু নির্বাচনের পর তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেননি। ক’দিন আগে কার্যনির্বাহী পরিষদের সদস্যপদ থেকে অব্যাহতি চেয়ে এ অভিনেত্রী শিল্পী সমিতির সভাপতি বরাবর আবেদন করেন। অব্যাহতিপত্রে মৌসুমী লিখেছিলেন, ব্যক্তিগত কারণে তিনি তার পদ থেকে সরে দাঁড়াচ্ছেন।
এমটি নিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে