বিনোদন ডেস্ক: শেষমেশ সালমান খানের পথেই হাঁটবেন রণবীর কাপুর। ঠিক তেমনটি ঘোষণাই দিয়েছেন এ বলিউড তারকা। ১৪ জুলাই মুক্তি পাচ্ছে আলোচনার ঝড় তোলা ‘জগগা জাসুস’ ছবিটি। বক্স অফিসে ঠিক কেমন করে সেটা তো আর আগেভাগেই বলা যাচ্ছে না! কিন্তু একটা আগাম ঘোষণা দিয়ে বসে আছেন রনবীর কাপুর।
বক্স অফিসে সাফল্য না পেলে ছবিটির ডিস্ট্রিবিউটরদের (পরিবেশক) টাকা ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। যাতে তাদের ক্ষতি পুষিয়ে যায়। কিছুদিন আগে ‘টিউবলাইট’ মুক্তির পর এরকম ঘোষণা সালমান খানও দিয়েছিলেন।
এ ধারা নাকি বেশ আগে থেকেই চলে আসছে তার পরিবারে। রণবীর বলেন, ‘এটা আমার দাদা রাজ কাপুরের সময় থেকেই হয়ে আসছে। সেই ১৯৫০ সাল থেকে। এটা খুবই ভালো একটা রীতি। কেউ ক্ষতির মুখোমুখি হবে আর আপনি পকেটে লাভের ভাগ ভরাবেন ব্যাপারটি ঠিক নয়।’
উদাহরণ হিসেবে তিনি ‘মেরা নাম জোকার’ ছবির নাম নেন। ওই সময় বক্স অফিসে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়েছিল ছবিটি। তারপর তার দাদা পরিবেশকদের সাহায্যে এগিয়ে আসেন। রনবীর সেই পথেই হাটতে চান। ‘জগগা জসুস’ ছবির প্রযোজনায় আছে ডিজনি আর রণবীর কাপুর নিজেই। আগামীকাল শুক্রবার মুক্তি পাচ্ছে ক্যাটরিনা কাইফ আর রণবীর কাপুরের এই ছবিটি। এখন বক্স অফিসে ঠিক কেমন করে, সেটাই দেখার পালা। ডেকান ক্রনিকল।
এমটি নিউজ২৪ডটকম/আ শি/এএস