শুক্রবার, ১৪ জুলাই, ২০১৭, ১১:১৫:১৬

মেয়ের বাবা হলেন সংগীত শিল্পী আদনান সামি

মেয়ের বাবা হলেন সংগীত শিল্পী আদনান সামি

বিনোদন ডেস্ক : মেয়ের বাবা হয়েছেন জনপ্রিয় সংগীত শিল্পী আদনান সামি।

সামি-রোয়ার ঘর আলোকিত করে বুধবার ভোরে জন্ম নেয় মেয়ে মদিনা সামি খান।

এক টুইট বার্তায় মেয়ে জন্ম নেয়ার বিষয়টি জানিয়েছেন সামি।

৪৩ বছর বয়সী এই গায়ক তার টুইটে লেখেন, ‘রোয়া ও আমি একটি পরীর মতো মেয়ে পেয়েছি। আমরা তার নাম রেখেছি মদিনা সামি খান। একটি কন্যা সন্তান কামনা করেছিলাম। খুব আনন্দ লাগছে।’

ওই বার্তায় মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি ।

এর আগে জেবা নামের এক স্ত্রী ছিল আদনান সামির। সেই ঘরে সামির একটি পুত্র সন্তান রয়েছে যার নাম আযান।

তবে জেবার সঙ্গে সামির ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর ২০০১ সালে সাবা নামের আরেকজনকে বিয়ে করেন সামি। তার সঙ্গেও ২০০৯ সালে ছাড়াছাড়ি হয়।

২০১০ সালে তিনি রোয়াকে স্ত্রী হিসেবে গ্রহণ করেন।

২০১৫ সালে আদনান সামি ভারতীয় নাগরিকত্ব লাভ করেন। বর্তমানে তিনি মুম্বাইতে স্থায়ীভাবে বসবাস করছেন।
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে