শুক্রবার, ১৪ জুলাই, ২০১৭, ০৩:১১:১৮

মৌসুমী ও মীম, অভিজ্ঞতার পার্থক্য ১৪ বছর

মৌসুমী ও মীম, অভিজ্ঞতার পার্থক্য ১৪ বছর

বিনোদন ডেস্ক : সম্প্রতি শেষ হয়েছে ‘দুলাভাই জিন্দাবাদ’ নামক একটি চলচ্চিত্রের শুটিং। এই সিনেমায় ৯০ দশক থেকে সাড়া জাগানো সিনিয়র অভিনেত্রী মৌসুমীর সঙ্গে অভিনয় করেছেন সমসাময়িক জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মীম। কেমন লাগলো ‘দুলাভাই জিন্দাবাদ’ সিনেমায় মৌসুমীর সঙ্গে অভিনয় করতে? প্রসঙ্গত মীম তার নিজের অনুভূতি ব্যক্ত করতে তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন: 'মৌসুমী আপুর সঙ্গে কাজ করতে চমৎকার লেগেছে। তিনি সবসময়ই সুন্দরী ও মমতাময়ী অভিনেত্রী, তবে তার প্রেমময় ও দয়াশীল স্বভাবের তারিফ না করলেই নয়। আমি নিঃসন্দেহে তার ভক্ত ছিলাম ও আছি।'

উল্লেখ্য, মৌসুমী’র সম্পূর্ণ নাম আরিফা পারভিন মৌসুমী। ১৯৯৩ সালে মুক্তি প্রাপ্ত 'কেয়ামত থেকে কেয়ামত' চলচ্চিত্রের মাধ্যমে তার সিনে জগতে তার অভিষেক হয়েছিল। এদিকে বিদ্যা সিনহা সাহা মীম একাধারে মডেল, অভিনেত্রী ও লেখিকা। লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭ প্রতিযোগিতায় তিনি প্রথম-স্থান লাভ করেন। ২০০৭ সালে হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ চলচ্চিত্রের মাধ্যমে তার অভিষেক ঘটে।

১৯৯৩ থেকে ২০০৭, মধ্যে কেটে গিয়েছে দীর্ঘ ১৪ বছর। ১৪ বছরের অভিজ্ঞতার পার্থক্য নিয়ে ‘দুলাভাই জিন্দাবাদ’ সিনেমায় মিলিত হয়েছেন তারা।
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে