শুক্রবার, ১৪ জুলাই, ২০১৭, ০৫:০৬:৩১

সৌন্দর্যের আড়ালে চোরাচালানি পাকিস্তানি সুন্দরীর

সৌন্দর্যের আড়ালে চোরাচালানি পাকিস্তানি সুন্দরীর

বিনোদন ডেস্ক: সুন্দরের জয় সর্বত্র। রূপ দিয়ে অনেক সুন্দরীই অনক কিছুই বাগিয়ে নিতে পারেন। আর সেই বিপথের রাস্তা বেছে নিলেন পাকিস্তানের সুন্দরী মডেল আয়ান আলি। এই সুন্দরীকে পাকিস্তানের বেনজির ভুট্টো আন্তর্জাতিক বিমানবন্দরে আর্থিক কেলেঙ্কারির দায়ে তথা টাকার চোরাকারবারির জন্য গ্রেপ্তার করা হয়। তাঁর সৌন্দর্যকে কাজে লাগিয়েই এই চোরাকারবার চলছে বলে জানা গেছে।

পাকিস্তানের এক কাস্টমস কোর্ট, এর আগে ২০১৫ সালে চোরাচালানের উদ্যোগের দায়ে গ্রেপ্তার করে আয়ানকে। সে সময় আয়ান প্রায় ৫ লাখ ডলার দুবাই থেকে চেরাচালান করেছিল বলে অভিযোগ। তবে আদালতে সে সময়ে দোষ সাব্য়স্ত হয়েও নিজের সপক্ষে কিছু বলতে চাননি তিনি।

গ্রেপ্তার হওয়ার ৪ মাস পরে আয়ানকে ছেড়ে দেওয়া হয়। তারপর ফের একবার প্রায় ৫০ লাখেরও বেশি ডলার নিয়ে বেনজির ভুট্টো আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়লেন আয়ান। এর আগে , এবছরের ফেব্রুয়ারির শেষের দিকে আবার দুবাই চলে যান আয়ান। তখনই তাঁর বিরুদ্ধে নতুন করে ওয়ারেন্ট ইস্যু করে পাক আদালত, কারণ তিনি পর পর ১২ টি শুনানির সময় আদালতে হাজির ছিলেন না।
১৪ জুলাই ২০১৭/এমিটিনউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে