শনিবার, ১৫ জুলাই, ২০১৭, ১১:১২:৪১

‘যৌথ প্রযোজনায় আরও বেশি সিনেমা নির্মিত হোক’

‘যৌথ প্রযোজনায় আরও বেশি সিনেমা নির্মিত হোক’

বিনোদন ডেস্ক : ‘দু-দেশের সংস্কৃতির আদান-প্রদানের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সিনেমা। তাই একজন শিল্পী হিসেবে আমি চাইব যৌথ প্রযোজনায় আরও বেশি সিনেমা নির্মিত হোক।’

শনিবার (১৫ জুলাই) রাত ৮টা ৫০ মিনিটে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারের গুলনিকেতন হলের ঝলমলে মঞ্চে উঠে এমনটাই বলছিলেন বলিউডের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর। তিনি বলেন, ‘এ দেশের শিল্পী আমাদের ওখানে (ভারত) যান। আমাদের ওখানকার শিল্পীরা এখানে আসুক। যৌথ উদ্যোগে ভালো ভালো সিনেমা নির্মিত হোক।’

শর্মিলা ঠাকুর বলেন, ‘দু-দেশের সীমান্তের এই বেড়া আমাদের আদান-প্রদানে যেন বাঁধা হয়ে না দাঁড়ায় সেটাই কামনা করব। আমাদের সম্পর্কটা আরও গভীর হোক। বাংলাদেশের মানুষের জন্য আমার অনেক অনেক শুভকামনা।’  তিনি আরও বলেন, ‘এর আগেও বাংলাদেশে এসেছি। যতবার আসি খুব ভালো লাগে। বাংলাদেশে আসলে মনেই হয় না ভিনদেশে এসেছি, মনে হয় নিজের ঘরে আছি।’

এরপর প্রণাম জানিয়ে শর্মিলা ঠাকুর আয়োজক প্রতিষ্ঠান চ্যানেল লাইভ এন্টারটেইনমেন্টের কাছে কৃতজ্ঞা প্রকাশ করেন। তিনি মঞ্চে ওঠার আগেই নৃত্য পরিবেশনা করেন অভিনেত্রী নাদিয়া, তারিন, ইভান সোহাগ, চাঁদনী প্রমুখ।

বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চ্যানেল লাইভ এন্টারটেইনমেন্ট আয়োজিত ‘শর্মিলা ঠাকুর-জিৎ গাঙ্গুলী লাইভ ইন ঢাকা’ পাওয়ার্ড বাই ভিশন কনসার্টে অংশ নিতে এসেছেন শর্মিলা। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন দেবাশীষ বিশ্বাস ও সিথী সাহা।
এমটিনিউজ২৪/এম,জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে