রবিবার, ১৬ জুলাই, ২০১৭, ০৯:৪৬:৫৯

সেই রাতে ঠিক কী করেছিলেন বিক্রম, চাঞ্চল্যকর কথা জানালেন প্রত্যক্ষদর্শীরা

সেই রাতে ঠিক কী করেছিলেন বিক্রম, চাঞ্চল্যকর কথা জানালেন প্রত্যক্ষদর্শীরা

বিনোদন ডেস্ক: গাড়ি দুর্ঘটনায় মডেল সোনিকা সিংহ চৌহানের মৃত্যুর ঘটনায় শনিবার আলিপুর আদালতে বিচারকের সামনে জবানবন্দি দিলেন দুই প্রত্যক্ষদর্শী। ঠিক কী করেছিলেন বিক্রম সেই রাতে, চাঞ্চল্যকর কথা জানালেন প্রত্যক্ষদর্শীরা।

পুলিশ সূত্রের খবর, শম্ভু সর্দার এবং রাজেশ পাল নামে ওই দু'জন প্রত্যক্ষদর্শীর জবানবন্দি তদন্তের জন্য খুবই প্রয়োজনীয়। দু'জনের মধ্যে শম্ভু পুরসভার কর্মী, অন্যজন ক্যাব চালক। এদিন তাঁরা আদালতে গিয়ে বিচারকের সামনে গোপন জবানবন্দি দেন। সরকারি আইনজীবী সৌরিন ঘোষাল বলেন, ''এই দু'জনের জবানবন্দি নেওয়ার আবেদন আগেই করা হয়েছিল।''

পুলিশ সূত্রের খবর, গত ২৯ এপ্রিল ভোররাতে দুর্ঘটনার সময় দুর্ঘটনাস্থল থেকে অদূরেই রাস্তা ঝাঁট দিচ্ছিলেন শম্ভু। তদন্তকারীরা পরে খোঁজখবর করতে গিয়ে শম্ভুর খোঁজ পান। পুলিশ জানতে পারে, সেই ভোররাতে একটি গাড়িকে দ্রুত বেগে রাসবিহারী মোড়ের দিকে যেতে দেখেছিলেন শম্ভু।

দুর্ঘটনার পর অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় কী করেছিলেন, আহত সোনিকাকে কোন হাসপাতালে নিয়ে যেতে চেয়েছিলেন, সেই বিষয়গুলির জন্য ক্যাব চালক রাজেশের গোপন জবানবন্দি নেওয়ার আবেদন জানায় পুলিশ। তদন্তকারীদের দাবি, দুর্ঘটনার পর ওই ক্যাবেই আহত সোনিকাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন বিক্রম।

এমনকী, বিক্রম পুলিশের কাছে দাবি করেন, ক্যাব চালকের কথাতেই বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে মডেলকে ভর্তি করা হয়েছিল। উল্লেখ্য, এর আগে সোনিকার চার বন্ধু আদালতে গোপন জবানবন্দি দিয়েছিলেন।

আদালতের নির্দেশে জেল হেফাজতে রয়েছেন বিক্রম। গত বুধবার অভিনেতার আগাম জামিনের আর্জি গ্রহণযোগ্য হয়নি কলকাতা হাইকোর্টে। আদালতের পর্যবেক্ষণ ছিল, মডেলের মৃত্যুর ঘটনায় পুলিশ আইন মেনেই অভিনেতাকে গ্রেফতার করেছিল।

বিক্রমের ঘনিষ্ঠ সূত্রের খবর, খুব শীঘ্রই আলিপুর জেলা আদালতে বিক্রমের জামিনের আবেদন জানানো হতে পারে। অভিনেতার এক ঘনিষ্ঠ বলেন, ''আগামী সোম-মঙ্গলবার জামিনের আবেদন জানানো হতে পারে।'' তাঁর আরও দাবি, গ্রেফতারের আগে বিক্রম পুলিশকে সবরকম সহযোগিতা করেছেন।

তাছাড়া আগামী দিনে প্রয়োজন হলে অবশ্যই সহযোগিতা করবেন। এই মর্মেই জামিনের আবেদন জানানো হতে পারে। তবে সেটা ঠিক করবেন অভিনেতার আইনজীবীরাই।-এবেলা
এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে