বিনোদন ডেস্ক : অর্জুন কাপুরকে নিয়ে বেশ চিন্তায় থাকতেন বাবা বনি কাপুর। অর্জুন সমকামী কি না সে প্রশ্নও একবার করেছিলেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের ছেলেবেলার কথা বলতে গিয়ে এই কথা বলেন অর্জুন।
ছোটোবেলায় নাকি তার আলাদা করে কোনও গাড়ি ছিল না। তাই কোথাও যাওয়ার দরকার পড়লে বাবার রাড়ি নিয়েই যেতেন তিনি। এমনকী, নাইটক্লাবেও যেতেন বাবার গাড়ি নিয়েই। আসলে গাড়ি থাকলে মেয়েদের আকৃষ্ট করা যায় বলে মনে করতেন অর্জুন।
এইভাবে প্রায় তিন-চার দিন বাবার গাড়ি নিয়ে ক্লাবে গেছেন। তারপর একদিন বনি কাপুর তার গার্লফ্রেন্ডের ব্যাপারে জিজ্ঞাসা করেন। এর উত্তরে অর্জুন বলেন, “না আমার কোনও গার্লফ্রেন্ড নেই। তিন-চারজন ছেলে বন্ধু রয়েছে। যাদের সঙ্গে আমি ক্লাবে যাই।”
ছেলের এই উত্তর শুনে রীতিমতো চিন্তায় পড়ে যান বনি কাপুর। চিন্তার চোটে ছেলে সমকামী কি না সে প্রশ্নও করে ফেলেন তিনি। বাবার এই প্রশ্ন শুনে হাসিতে ফেটে পড়েন অর্জুন। পরে অবশ্য বাবাকে আশ্বস্ত করে বলেন, তিনি সমকামী নন।
সম্প্রতি নিজের আপকামিং ছবি মুকানকান নিয়ে এখন ব্যস্ত রয়েছেন অর্জুন। ছবিতে কাকা অনিল কাপুর, ইলিয়ানা ডিক্রুজ় ও আথিয়া শেট্টির সঙ্গে অভিনয় করবেন তিনি। ২৮ জুলাই মুক্তি পাবে ছবিটি।
এমটিনিউজ/এসএস