মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭, ০১:৫৯:২৪

শহীদ কাপুরের যখন ১৮, তখন মিরার বয়স ছিল মাত্র ৫!

 শহীদ কাপুরের যখন ১৮, তখন মিরার বয়স ছিল মাত্র ৫!

বিনোদন ডেস্ক: এবার ছিল আইফা অ্যাওয়ার্ডের ১৮তম অনুষ্ঠান। তাই এবার সেরা অভিনেতার খেতাব জয়ী শহীদ কাপুরকে জিজ্ঞেস করা হয় ১৮ বছর বয়সের কোনো দুষ্টামির স্মৃতি সম্পর্কে। উত্তরটাও বেশ দুষ্টামি করেই দিয়েছেন তিনি।

শহীদ বলেন, ‘১৮ বছর বয়সে আমার কোনো ধারণাই ছিল না যে আমি যে মেয়েটিকে বিয়ে করব তার বয়স তখন মাত্র ৫ বছর।’ অর্থাৎ শহীদের বয়স যখন ১৮ ছিল তখন মিরা রাজপুত ছিলেন ৫ বছরের শিশু। সাক্ষাৎকারে শহীদ কাপুর আরও জানান, তিনি আবারও বাবা হওয়ার পরিকল্পনা করছেন।

বলিউডের অন্যতম মর্যাদাসম্পন্ন পুরস্কার ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন শহিদ কাপুর এবং সেরা অভিনেত্রীর পুরস্কার ঞ্জিতেছেন আলিয়া ভাট।

দুজনেই ‘উড়তা পাঞ্জাব’ ছবিতে দুর্দান্ত অভিনয়ের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার জিতে নিয়েছেন। ১৬ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেটলাইফ স্টেডিয়ামে আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি আয়োজিত হয়।-মিড-ডে
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে