মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭, ০২:৩১:৩২

ট্রেনের পাশে দৌঁড়ানো পছন্দ করেন না শাহরুখ খান

 ট্রেনের পাশে দৌঁড়ানো পছন্দ করেন না শাহরুখ খান

বিনোদন ডেস্ক: ট্রেনের দরজায় দাঁড়িয়ে হাত বাড়িয়ে আছেন শাহরুখ খান। চোখে মুখে উৎকণ্ঠা। কাজল দৌঁড়ে এসে হাতটা ধরতে পারবে তো? ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ ছবির মনে রাখার মতো সেই দৃশ্যটি পরবর্তীতেও দেখানো হয়েছে বিভিন্ন ছবিতে। কিন্তু শাহরুখ জানান, বাস্তবে চলন্ত ট্রেনের পাশে দৌঁড়ানোর বিষয়টি তনি একেবারেই পছন্দ করেন না।

পর্দায় ভীষণ রোমান্টিক হিরো শাহরুখ খান। কিন্তু বাস্তবেও কি তাই? এক সাক্ষাৎকারে শাহরুখ জানান, বাস্তবে নাকি একেবারেই রোমান্টিক নন তিনি। নিজেকে অনুভূতিহীন, আত্মকেন্দ্রিক, স্বার্থপর এবং অসামাজিক দাবি করলেন শাহরুখ।

বাস্তব এবং পর্দা এক নয়। তাই পর্দার দৃশ্যগুলোকে বাস্তব জীবনে অনুসরণ করতে নিষেধ করেন শাহরুখ। এমনকি ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ ছবির সেই জনপ্রিয় দৃশ্যটিও বাস্তবে অনুকরণ করতে নিষেধ করেছেন তিনি।

তার মতে, বাস্তবে ট্রেনের পেছনে না দৌঁড়ে কীভাবে ট্রেন থামানো যায় কিংবা পরের স্টেশনে দুজনে দেখা করা যায়, সেটা ভাবুন। নিজের জীবনে হলে কখনোই হাত বাড়িয়ে ট্রেনের দরজায় ঝুলতেন না বলে জানান শাহরুখ।

শাহরুখ খান এই মুহূর্তে ব্যস্ত আছেন ‘যব হ্যারি মেট সেজাল’ ছবির প্রচারণা নিয়ে। ছবিতে তার সঙ্গে অভিনয় করেছেন আনুশকা শর্মা। ৪ আগস্ট মুক্তি পাবে ছবিটি। এছাড়াও তিনি আনন্দ এল রাইয়ের একটি ছবির শুটিং এর কাজ করছেন বর্তমানে।-হিন্দুস্তান টাইমস
এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে