মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭, ০৪:৩৬:১০

নিজের নম্বর দিয়ে শাহরুখ বললেন মাঝরাতের পর ফোন করবেন

নিজের নম্বর দিয়ে শাহরুখ বললেন মাঝরাতের পর ফোন করবেন

বিনোদন ডেস্ক : প্রায় দুই যুগ ধরে তিনি বলিউড দাঁপিয়ে বেড়াচ্ছেন। সাফল্যের শীর্ষে উঠেছেন, আবার ব্যর্থতাও দেখতে হয়েছে তাকে। তিনি শাহরুখ খান। সোশ্যাল মিডিয়ায় তুমুল অ্যাকটিভ এই তারকা বহু ব্যক্তিগত ছবি শেয়ার করেন প্রায়শই। তা বলে ফোন নম্বর? হ্যাঁ, এ বার সেটাও শেয়ার করলেন কিং খান।

তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ চিরকালীন। শাহরুখও তার ব্যতিক্রম নন। সম্প্রতি এক সাক্ষাত্কারে শাহরুখ সিদ্ধান্ত নেন, তাকে নিয়ে গুগলে যে সব প্রশ্ন সবচেয়ে বেশি করেছেন দর্শক তার উত্তর দেবেন। সেখানেই আসে তার ফোন নম্বরের প্রসঙ্গ।

ভক্তরা বহুবার গুগলে শাহরুখ খানের ফোন নম্বর জানতে চেয়েছেন জেনে তিনি বলেন, ''আমার ফোন নম্বর ৫৫৫৯৯৬০৩২১। মাঝরাতের পর যখন খুশি ফোন করবেন। আমি ফোন ধরব। অথবা আমাকে মেসেজ করতে পারেন। আমি ইমোজি দিয়ে উত্তর দেব।"

ভক্তরা জানতে উত্সাহী শাহরুখের শরীরে কি ট্যাটু রয়েছে? নায়ক বলেন, ''এমনিতে ট্যাটু নেই। কিন্তু আমার আগামী ছবি 'যব হ্যারি মেট সেজল'-এর জন্য ডান কাঁধে আর বুকে ট্যাটু করিয়েছি। এমনিতে ট্যাটু করাতে ভয় লাগে আমার।''

শাহরুখের কি প্রাইভেট জেট রয়েছে? হ্যাঁ, এই তথ্যও জানতে চান দর্শক। শাহরুখের কথায়, ''এখনও নেই। তবে এটার ওপর আমি কাজ করছি। শুধু একটা এক হাজার কোটি টাকা ফিল্মের জন্য অপেক্ষা করছি। হাতে পেলেই আমি প্রাইভেট জেট কিনে ফেলব।''

কোনও রাখঢাক না করেই সব প্রশ্নের স্পষ্ট উত্তর দিয়েছেন শাহরুখ। তবে ফোন নম্বরটা সঠিক তো? অপেক্ষা করছেন কেন? ডায়েল করেই দেখতেন পারেন!
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে