বিনোদন ডেস্ক: শাকিব খান মনে করে আমার বন্ধু ইজাজুল আহমেদের নম্বরে বারবার কল দিচ্ছেন সবাই। দিন কি রাত, সবসময়য় ফোন আসছে। রিসিভ করলেই বলছে, ‘আপনি কি শাকিব খান? ফোন করেই বলছে, শাকিব ভাই আমি আপনার ভক্ত, একমিনিট কথা বলতে চাই। বাধ্য হয়ে ফোন বন্ধ করে রাখতে হচ্ছে।
অথচ প্রয়োজনীয় ফোন বন্ধ রাখলেও বিপদ। এমনটাই জানাচ্ছিলেন ছোট্ট ভুলে বিড়ম্বনার শিকার হওয়া হবিগঞ্জের ইজাজুল আহমেদের বন্ধু আকতার মুন্না। এজন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সহায়তাও চেয়েছেন তিনি।
মঙ্গলবার সকালে আকতার মুন্না বন্ধু ইজাজুলের হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি গ্রুপে পোস্টটি লেখেন। তিনি লেখেন-
বিষয় কী জানতে চাইলে মুন্না বলেন, ‘রোজার ঈদে বুলবুল বিশ্বাস পরিচালিত রাজনীতি ছবিটি মুক্তি পায়। এই ছবিতে শাকিব খান ও অপু বিশ্বাস অভিনয় করেছেন। সমস্যা সেখানেও না। সমস্যা হলো শাকিব খান সিনেমার সংলাপে অপু বিশ্বাসকে একটি ফোন নম্বর দিয়ে বলেন, ‘এটা আমার নম্বর। ফোন দিও।’
সচরাচর চিত্রনাট্য যিনি লেখেন, তিনি হয় পূর্ণ নম্বর লেখেন না, না হলে বানিয়ে কোনো একটা নম্বর লিখে ফেলেন। শাকিব খান যে নম্বরটা দেন ছবিতে সেটাও হয়তো বানানো, কিন্তু কাকতালীয়ভাবে আমার বন্ধু ইজাজুল আহমেদের ফোন নম্বরের সাথে মিলে গেছে। সে হয়েছে বিড়ম্বনার শিকার।
যার ফলে শাকিব খান মনে করে তার নিকট একের পর এক ফোন আসতে থেকে। এখন পর্যন্ত তা অব্যাহত রয়েছে। রাজনীতি ছবিতে ‘ও আকাশ বলে দে আমায়...’ গানটির পরপরই এই নাম্বার ব্যবহার করে নায়ক শাকিব খান নায়িকা অপুকে বলেন, ‘এটা আমার নাম্বার এই নাম্বারে ফোন দিয়ো।’
মুন্না বলেন, ‘এখন আমার বন্ধু যে ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছে এর দায় কে নেবে? এখন চব্বিশ ঘণ্টা তার মোবাইলে কল আসে। সুস্থভাবে কোনো কাজ সে করতে পারছে না।’ এ সময় তিনি রাজনীতি সিনেমার পরিচালক, প্রযোজক ও নায়ক শাকিব খানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন।
এ ব্যাপারে ছবির পরিচালক বুলবুল বিশ্বাস বলেন, ‘শুটিং করার সময় ফোন নম্বর বেশ কয়েকবার পরীক্ষা করে ব্যবহার করেছি। যিনি অভিযোগ করছেন তখন এই নম্বর বন্ধ ছিল। এখন দেখার বিষয় হচ্ছে তিনি সিমটা কবে চালু করেছেন। আমি আকতার মুন্না নামে কাউকে চিনি না। ইচ্ছে করেই এমনটা করিনি। কাকতালীয়ভাবে ব্যাপারটা এমন হয়ে গেছে। আমি এর জন্য দুঃখ প্রকাশ করছি।’
এমটিনিউজ২৪/টিটি/পিএস