বুধবার, ১৯ জুলাই, ২০১৭, ১০:৩২:১৫

কোরআন শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করলেন শাবানা

কোরআন শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করলেন শাবানা

বিনোদন ডেস্ক: বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী শাবানার স্বামী প্রযোজক ওয়াহিদ সাদেক অনেক দিন ধরেই নির্বাচন করবেন বলে গুঞ্জন শোনা যাচ্ছিলো।  সেই গুঞ্জন সত্যি হলো।

ওয়াহিদ সাদেক যশোর-৬ (কেশবপুর) আসন থেকে নৌকা মার্কায় নির্বাচনের জন্য গ্রিন সিগন্যাল পেয়েছেন বলে দাবী করেছেন।  তাই স্বামীর জন্য নৌকায় ভোট চাইলেন শাবানা।

মঙ্গলবার (১৮ জুলাই) সকালে যশোরের কেশবপুরের বড়েঙ্গা গ্রামে নিজ উদ্যোগে নির্মিত মসজিদ ও কোরআন শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেন ওয়াহিদ সাদেক ও তার স্ত্রী শাবানা।

সেসময় শাবানা বলেন, কেশবপুরে আমার শ্বশুর বাড়ি।  আপনারা আমার আত্মীয়।  আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি।  আপনারা আমাদের সাথে থাকলে এলাকার উন্নয়নে যা যা করার করব।  আপনারা আমাদের জন্য দোয়া করবেন।

ওয়াহিদ সাদেক বলেন, জনগণ চাইলে আমি নির্বাচন করব।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে গ্রিন সিগন্যাল দিয়েছেন।  সেইভাবে আমি কাজ শুরু করেছি।  আপনারা আমার জন্য দোয়া করবেন।  আমি আপনাদের পাশে থাকতে চাই।

সাবেক এমপি আব্দুল হালিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।  এসময় বক্তব্য রাখেন চিত্র জগতের খলনায়ক ও চলচিত্র সমিতির সভাপতি মিশা সওদাগর, ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যান ইউছুপ খান পাঠান ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের ত্রান বিষয়ক সম্পাদক ও মন্ত্রীর এপিএস শফিকুল ইসলাম।
১৯জুলাই ২০১৭/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে