বুধবার, ১৯ জুলাই, ২০১৭, ০৫:৫১:৪৩

২২ বছর এই হলে চলছিল ‘দিলওয়ালে...’! বন্ধ করলেন শ্রদ্ধা

 ২২ বছর এই হলে চলছিল ‘দিলওয়ালে...’! বন্ধ করলেন শ্রদ্ধা

বিনোদন ডেস্ক: ১৯৯৫ সালে মুক্তি পেয়েছিল শাহরুখ খান এবং কাজল অভিনীত ছবি ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে জায়গা করে নিয়েছে এই ছবিটি। আজও মুম্বইয়ের ‘মরাঠা মন্দির’ সিনেমা হলে রমরমিয়ে রোজ চলে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। কিন্তু গত ২২ বছরের সেই ছবি হঠাতই পাল্টে গেল মঙ্গলবার।

ওই দিনও একই রকম ভিড় ছিল সিনেমা হলটিতে। তবে সেই ভিড় নাকি কিং খানের ছবি দেখার জন্য নয়। সেদিন মানুষ ভিড় করেছিলেন শ্রদ্ধা কপূরকে দেখতে। শ্রদ্ধা কপূরের আপকামিং ছবি ‘হসিনা পারকার’-এর ট্রেলার লঞ্চের জন্যই ‘মারাঠা মন্দির’-এ জড়ো হয় মানুষ। ফলে এই দিন ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’- স্ক্রিনিং বাতিল করতে হয়।

লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রদ্ধা কপূর, সিদ্ধান্ত কপূর, অঙ্কুর ভাটিয়া এবং পরিচালক অপূর্ব লখিয়া। ছবিতে শ্রদ্ধাকে দেখা যাবে দাউদ ইব্রাহিমের বোন হসিনা পারকারের চরিত্রে। দাউদের চরিত্রে অভিনয় করেছেন শ্রদ্ধার নিজের ভাই সিদ্ধান্ত কপূর।

প্রসঙ্গত, শ্রদ্ধাকে এতদিন ‘আশিকি ২’, ‘এক ভিলেন’ ইত্যাদি ছবিতে মিষ্টি নায়িকার ভূমিকায় দেখা গিয়েছে। কিন্তু এই ছবিতে দেখা যাবে একেবারে অচেনা শ্রদ্ধাকে।
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে