বুধবার, ১৯ জুলাই, ২০১৭, ০৮:৩৪:০৮

স্ত্রী-পুত্র নিয়ে কলকাতা দাঁপিয়ে বেড়াচ্ছেন অভিনেতা অপূর্ব!

স্ত্রী-পুত্র নিয়ে কলকাতা দাঁপিয়ে বেড়াচ্ছেন অভিনেতা অপূর্ব!

বিনোদন ডেস্ক: গত ১৪ জুলাই ছিল জনপ্রিয় অভিনেতা অপূর্ব দম্পতির বিবাহবার্ষিকী। আর এই বিশেষ দিনটি দেশে কাটিয়েই পরের দিন চলে যান ভারতের কলকাতাতে। স্ত্রী নাজিয়া হাসান ও পুত্র আয়েশকে নিয়ে এখন তারা সেখানেই অবস্থান করছেন।

মূলত শুটিংয়ে ব্যস্ত থাকায় তেমন একটা সময় পরিবারকে দিতে পারেন না অপূর্ব। আর তাই বিবাহবার্ষিকী উপলক্ষে আগে ভাগেই শুটিংয়ের ডেট গুলো ফাঁকা রেখেছিলেন। আর তাইতো সপরিবারে চলে গেলেন দেশের বাইরে। সেখানে গিয়ে বিভিন্ন সময়ের ছবিগুলো অপূর্বের স্ত্রী নাজিয়া আপলোড করছেন ফেসবুকে।

তারা সেখানে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা, শপিং মলে গিয়ে শপিং করা, নানান মনোরোম জায়গায় ঘোরাঘুরি করে বেড়াচ্ছেন। বলতে গেলে স্ত্রী-পুত্র নিয়ে দাঁপিয়ে বেড়াচ্ছেন কলকাতা। ঘোরাঘুরি শেষে খুব শিগগিরই দেশে ফিরে আবারও অভিনয়ে নিয়মিত হবেন অপূর্ব।
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে