শুক্রবার, ২১ জুলাই, ২০১৭, ০৫:৪২:০৫

‘সবচেয়ে বড় কথা, ছেলেটা তাঁর বাচ্চার মাকে ছোট করেনি'

‘সবচেয়ে বড় কথা, ছেলেটা তাঁর বাচ্চার মাকে ছোট করেনি'

বিনোদন ডেস্ক: প্রিন্স মাহমুদতাহসান-মিথিলার বিচ্ছেদে সান্ত্বনা জানিয়েছেন নন্দিত সুরকার প্রিন্স মাহমুদ। অগ্রজ শিল্পী হিসেবে এই প্রথম সংগীতের কেউ প্রকাশ্যে এই দুই তারকার বিচ্ছেদে সমবেদনা জানালেন। আজ শুক্রবার বিকেলে ফেসবুকে সান্ত্বনামূলক এক পোস্টে প্রিন্স মাহমুদ লিখেছেন, ‘তাহসান, পথিক পথ চলতে গিয়ে হোঁচট খায়। গায়ে ধুলো লাগে। ধুলো ঝেড়ে কিন্তু উঠে দাঁড়ায়, ঠিকই উঠে দাঁড়ায়।’

তাহসান-মিথিলানব্বই দশক থেকে এখনো জনপ্রিয় সুরকার প্রিন্স মাহমুদ তাঁর পোস্টে তাহসানকে নিয়ে লিখেছেন, ‘কাজ ছাড়া ছেলেটা কিচ্ছু বোঝে না। কথা বলে সোজাসাপটা। চাতুরী করে না। যখন গাইতে বা বাজাতে বসে, প্রচণ্ড মমতা নিয়েই বসে। এই মমতা সবার ভেতর থাকে না। যে অবস্থানে সে আছে, সবাই সেখানে পৌঁছাতে পারে না। ইন্ডাস্ট্রিকে এখন পর্যন্ত কম ব্যবসা দেয়নি ছেলেটা। তাঁর জায়গায় অন্য কেউ হলে, সে যে সম্মানী নেয়, তার থেকে তিন গুণ নিত।’

ওই পোস্টে প্রিন্স মাহমুদ আরও লিখেছেন, ‘সবচেয়ে বড় কথা, ছেলেটা তাঁর বাচ্চার মাকে ছোট করেনি। এটা কিন্তু শিক্ষা। এই শিক্ষাও সবার থাকে না।’

প্রিন্স মাহমুদের ফেসবুক পোস্টউল্লেখ্য, প্রিন্স মাহমুদের সুরে ‘আঙুল’, ‘তুই চাইলে হব নদী’ এবং ‘ছিপ নৌকা’ গানগুলোতে কণ্ঠ দিয়েছেন শিল্পী তাহসান খান। দারুণ জনপ্রিয়তা পায় গানগুলো। এগুলোর ভেতর এখন পর্যন্ত শ্রোতাপ্রিয়তার শীর্ষে রয়েছে ‘ছিপ নৌকা’ গানটি।
এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে