রবিবার, ২৩ জুলাই, ২০১৭, ০৮:৩০:৪৪

জামিনের জন্য আবেদন করবেন না বিক্রম, কিন্তু কেন

জামিনের জন্য আবেদন করবেন না বিক্রম, কিন্তু কেন

বিনোদন ডেস্ক: মডেল সোনিকা সিংহ চৌহানের মৃত্যু মামলার চার্জশিটের প্রতিলিপি চেয়ে আলিপুর আদালতে আবেদন করতে চলেছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। সোনিকার মৃত্যু মামলার একমাত্র অভিযুক্ত হিসাবে বর্তমানে প্রেসিডেন্সি জেলে বন্দি রয়েছেন বিক্রম।

 সোমবার ফের তাঁকে আলিপুর আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে হাজির করানোর কথা। সেদিনই তিনি চার্জশিটের প্রতিলিপি চেয়ে আবেদন জানাতে চলেছেন। তবে সূত্রের খবর, আদালতে হাজির করানো হলেও সেদিন নতুন করে জামিনের জন্য আবেদন করবেন না বিক্রম।

আগামী ২৬ জুলাই আলিপুর জেলা জজের এজলাসে বিক্রমের জামিন সংক্রান্ত আবেদনের শুনানি হওয়ার কথা। তার আগে চার্জশিটের প্রতিলিপি সংগ্রহ করতে উদ্যোগী হয়েছেন তিনি। ঘটনা হল, বিক্রমের বিরুদ্ধে চার্জশিটে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ (অনিচ্ছাকৃত খুন), ২৭৯ (বেপরোয়া গাড়ি চালানো), ৩৩৮ (দুর্ঘটনায় জখম), ৪২৭ (সরকারি সম্পত্তির ক্ষতি) এবং মোটর ভেহিকেল্স আইনের ১৮৫ (মত্ত অবস্থায় গাড়ি চালানো) নম্বর ধারায় অভিযোগ এনেছে টালিগঞ্জ থানা। গত ১৯ জুলাই নিম্ন আদালতে তা জমা করেছে পুলিশ।

আইনজীবীদের একাংশের মতে, চার্জশিটের প্রতিলিপি হাতে পেলে বিক্রমের আইনজীবীদের পক্ষে জামিনের সওয়াল করা সুবিধাজনক হবে। তদন্তের 'খামতি'র দিকগুলি তুলে ধরতে পারবেন তাঁরা। শনিবার বিক্রমের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা বলেন, ''জেলা জজের এজলাসে জামিনের আবেদনটি বিবেচনাধীন রয়েছে। তাই সোমবার জামিনের জন্য নতুন করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন জানানো হবে না। তবে ওইদিন চার্জশিটের প্রতিলিপির জন্য আবেদন জানানো হচ্ছে। প্রতিলিপি হাতে পেলে জামিনের শুনানিতে সুবিধা হবে।''

আইনজীবীদের একাংশের মতে, যে সমস্ত ধারায় অভিযোগ আনা হয়েছে, সেগুলি কেন বিক্রমের বিরুদ্ধে প্রযোজ্য হওয়া 'উচিত নয়', জামিনের শুনানির সময় চার্জশিট সামনে রেখে জেলা জজের সামনে তা তুলে ধরবেন অভিনেতার কৌঁসুলিরা। আদালতে দাবি করা যাবে, চার্জশিট দাখিল মানেই ধরে নিতে হবে তদন্ত শেষ। সেকারণে বিক্রমকে জেল হেফাজতে রাখার প্রয়োজন নেই।-এবেলা
এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে