রবিবার, ২৩ জুলাই, ২০১৭, ০১:২০:৩৩

যে কারণে আত্মহত্যা করতে চেয়েছিলেন শবনম ফারিয়া

যে কারণে আত্মহত্যা করতে চেয়েছিলেন শবনম ফারিয়া

বিনোদন ডেস্ক: শবনম ফারিয়া। ছোট পর্দার তারকা। অভিনয় করেছেন চলচ্চিত্রে, হুমায়ূন আহমেদের ‘দেবী’। সম্প্রতি তার বাবা মারা গেছেন। বাবার খুব কাছাকাছি ছিলেন। বাবাকে খুব ভালোবাসেন। বাবাকে স্মরণ করে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে আজ ২৩ জুলাই রোববার তিনি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন—

‘আড়াই/তিন বছর আগে আমার প্রাক্তণ প্রেমিকের বিয়ের সংবাদে আমি আত্মহত্যা করতে চেয়েছিলাম! আজ ভাবতেই হাসি পায়। বোকামি ছিল নাকি পাগলামি ছিল জানি না। সেই প্রেমিককে নিশ্চই বাবার চেয়ে বেশি ভালবাসতাম না।

আজ তো বাবাকে ছাড়া ৭ দিন হয়ে গেল! বেঁচে তো আছি। সেই ছেলেটিও ভালো আছে, সুখে আছে! স্ত্রীর সঙ্গে সুন্দর সুন্দর ছবি দেয়! আমি দেখি। লাইক দেওয়ার সুযোগ থাকলে হয়তো লাইকও দিতাম।

যাই হোক আমিও ভালো আছি। ভালো থাকতে হয়! বাবাকে ছাড়াও বেঁচে থাকা শিখতে হয়, কস্ট লুকানো শিখতে হয়!’

এর আগে গত ১৬ জুলাই বাবা ডা. মীর আবদুল্লাহর মৃত্যুতে ফারিয়া লিখেছিলেন, ‘বাবা আমাকে ফেলে না ফেরার দেশে চলে গেল। তার সঙ্গে কিন্তু আমার এমন কথা ছিল না! এই প্রথম বাবা আমাকে কোনো কথা দিয়ে রাখলো না!’ গত ৮ জুলাই তিনি হৃদরোগে আক্রান্ত হন। এরপর তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এখানেই চিকিৎ​সাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন মেয়ে, আত্মীয়স্বজন আর অসংখ্য শুভাকাঙ্খী রেখে যান । ফারিয়ার বাবা মীর আবদুল্লাহ ছিলেন বীর মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে মেডিকেল কলেজে পড়ার সময় তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন।

প্রসঙ্গত, ছোট পর্দার তারকা শবনম ফারিয়া। এবার চলচ্চিত্রে অভিনয় করেছেন। হুমায়ূন আহমেদের ‘দেবী’ উপন্যাস নিয়ে তৈরি হচ্ছে চলচ্চিত্র। এরই মধ্যে এই ছবির জন্য সরকারের অনুদান পেয়েছেন চিত্রনায়িকা জয়া আহসান, তিনি এই ছবির প্রযোজক।

তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ‘সি-তে সিনেমা’। উপন্যাসের নামেই ছবির নাম ‘দেবী’। পরিচালক অনম বিশ্বাস। ছবিতে ‘রানু’ চরিত্রে অভিনয় করছেন জয়া আহসান, ‘মিসির আলী’ চরিত্রে চঞ্চল চৌধুরী আর রানুর স্বামী আনিসের চরিত্রে অনিমেষ আইচ। আরও অভিনয় করছেন শবনম ফারিয়া।
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে