রবিবার, ২৩ জুলাই, ২০১৭, ০৩:১২:৪৪

ইনস্টাগ্রামে শাকিব-অপুর পুত্র জয়ের ফলোয়ার ১ লাখ ২৬ হাজার!

ইনস্টাগ্রামে শাকিব-অপুর পুত্র জয়ের ফলোয়ার ১ লাখ ২৬ হাজার!

বিনোদন ডেস্ক: অপুর নতুন করে প্রকাশ্যে আসা যতটা আলোচিত ছিল, যতটা আলোচিত ছিল বিয়ের খবর ঠিক ততটাই আলোচনায় এসেছে শাকিব-অপুর পুত্র আব্রাহাম খান জয়। সোশ্যাল মিডিয়ায় ছোট আব্রাহাম খান জয় বেশ আলোচিত বিষয় হয়ে উঠেছেন। ফেসবুকে জয়ের নামে রয়েছে শত শত আইডি।

এসবের বাইরে জানা গেল অন্য খবর। ইনস্টাগ্রামেও রয়েছে জয়ের নামে একটি অ্যাকাউন্ট। যেখানে বাংলাদেশের বড় বড় তারকারা কয়েক হাজারের কোঠা অতিক্রম করতে পারেন না, বিস্ময়ের বিষয় হলো সেখানে জয়ের ফলোয়ারের সংখ্যা এক লাখ ২৬ হাজারের ওপরে। এটা রীতিমতো অবাক করার মতো বিষয়। ইনস্টাগ্রামে আব্রহাম খান জয়ের বেশকিছু ছবি পোস্ট করা হয়েছে। সেগুলোতেও ভক্তরা তাদের প্রতিক্রিয়া দেখিয়েছেন।

২০০৮ সালে বিয়ে হয় শাকিব খান ও অপু বিশ্বাসের। বিষয়টি গোপন ছিল। অপু যখন  সন্তান সম্ভবা তখনই অপু আড়ালে চলে যান। ১০ মাস পর ফেরেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনি এই দীর্ঘ সময়টা ভারত, সিঙ্গাপুর ও ব্যাংককে ছিলেন। কলকাতার একটি হাসপাতালে জয়ের জন্ম হয় ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর। ছেলের নাম রাখেন আব্রাহাম খান জয়।
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে