রবিবার, ২৩ জুলাই, ২০১৭, ০৪:১৮:৫৩

তাহসানের সাথে প্রেমের সম্পর্ক নিয়ে যা বললেন মীম

 তাহসানের সাথে প্রেমের সম্পর্ক নিয়ে যা বললেন মীম

বিনোদন ডেস্ক: শোবিজের জনপ্রিয় দম্পতি তাহসান-মিথিলার বিচ্ছেদ নিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে তোলপাড় চলছে। দীর্ঘ ১১ বছরের সংসারের অবসানের এই তোলপাড় করা খবরের নানা ডালপালা তৈরি হচ্ছে। তবে এ প্রসঙ্গে কেউ কেউ তাহসানের সাথে বিদ্যা সিনহা মীমের সম্পর্কের জের টেনেছেন।
 
অভিযোগটি নিয়ে মীম বলেন, ‘বিষয়টি আমার কাছে খুবই বিব্রতকর। কারণ আমরা দু’জন একসাথে টিভিসির কাজ করেছি মাত্র। সেখানে প্রফেশনাল সম্পর্ক বা আন্ডারস্ট্যান্ডংও দারুণ ছিল। কিন্তু তাই বলে প্রেমের সম্পর্ক, এমনকি তাদের পারিবারিক জীবনে বিচ্ছেদের কারণ হিসেবে আমাকে জড়ানোটা খুবই বিব্রতকর।
 
এছাড়া আমিও বিভিন্ন পত্রিকার খবরে এই বিচ্ছেদের খবর পেয়েছি। ব্যক্তিগতভাবে আমি নিজেও ব্যথিত এ রকম একটি সংবাদে। কিন্তু তাই বলে তাহসান ভাইয়ার সাথে আমার এ রকম একটি সম্পর্কের কথা রটবে তা আমি কখনও ভাবিনি। সত্যিই বিষয়টিতে খুবই অবাক হয়েছি।’
 
উল্লেখ্য, গেল ভালবাসা দিবস উপলক্ষ্যে ক্লোজ-আপ কাছে আসার অফলাইন গল্পে তাহসান খান ও বিদ্যা সিনহা মিম ‘তোমার পিছু পিছু’ শিরোনামের একটি নাটকে একসঙ্গে হাজির হয়েছিলেন। মনসুর আহমেদের গল্পে নাটকটি নির্মাণ করেন মাবরুর রশিদ বান্নাহ, নাটকটি বেশ সাড়া ফেলেছিল। বর্তমানে মীম নতুন ছবির কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে