বিনোদন ডেস্ক : শাকিব খানের অভিনয়ে বাধা নেই বলে জানিয়েছেন হাইকোর্ট। এর আগে চলচ্চিত্র পরিবার শাকিবের ওপর নিষেধাজ্ঞা জারি করে। তাতে বলা হয়, অন্যান্য ছবিসহ শাপলা মিডিয়ার তিন ছবিতেও অভিনয় করতে পারবেন না শাকিব।
রোববার দুপুরে বিচারপতি সালমান মাসুদ চৌধুরী এবং বিচারপতি একে এম জহিরুল হকের দ্বৈত বেঞ্চ জানান, ‘এ তিন ছবিতে শাকিবের অভিনয়ে বাধা নেই।’ চলচ্চিত্র পরিবারের নিষেধাজ্ঞার বিপক্ষে হাইকোর্টে শাপলা মিডিয়ার হয়ে রিট করেন ব্যারিস্টার শফিক আহমেদ।
রায়ের পর চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেছেন, 'শাকিব খানকে নিষিদ্ধ করা হয়নি। আমরা বলেছি, তার সঙ্গে আমরা কেউ কাজ করবো না। তাকে কাজ করতে নিষেধ করা হয়নি। তিনি কাজ করবেন কিন্তু তার সঙ্গে আমাদের কেউ কাজ করলে স্ব স্ব সমিতি ব্যবস্থা নেবে। কোনো পরিচালক কাজ করলে পরিচালক সমিতি ব্যবস্থা নেবে। শিল্পী কাজ করলে শিল্পী সমিতি ব্যবস্থা নেবে।'
তিনি আরও বলেন, 'সবাই শুধু বলে আমরা শাকিব খানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছি। নিষেধাজ্ঞা নয় আমরা শুধু বলেছি তার সঙ্গে কাজ করবো না।'
এমটিনিউজ/এসএস