বিনোদন ডেস্ক : নন্দিত অভিনেত্রী রোকেয়া প্রাচীকে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সংস্কৃতি বিষয়ক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন এই দায়িত্ব পাওয়ার পর রোকেয়া প্রাচী বলেন, ‘দেশনেত্রী, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে মানুষের জন্য কাজ করছি। আগামী দিনগুলোতেও কাজ করবো।’
এদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী) আসন থেকে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হিসেবেও রোকেয়া প্রাচীর নাম শোনা যাচ্ছে। এলাকার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডেও তাকে নিয়মিত অংশ নিতে দেখা যাচ্ছে।
প্রাচী বলেন, আগামী নির্বাচনে ফেনী-৩ আসন থেকে জননেত্রী শেখ হাসিনা যাকেই মনোনয়ন দেবেন আমারা সকলে মিলে নৌকাকে বিজয়ী করতে কাজ করে যাব। নৌকার বিজয়ে আমরা সবাই এক ও অভিন্ন।
এমটিনিউজ/এসএস