রবিবার, ২৩ জুলাই, ২০১৭, ১০:৫২:১৪

মিতালিকে নিয়ে ‘অশালীন’ টুইট ঋষি কাপুরের, ভারতে তোলপাড়

মিতালিকে নিয়ে ‘অশালীন’ টুইট ঋষি কাপুরের, ভারতে তোলপাড়

বিনোদন ডেস্ক : লর্ডসে মহারণে ভারত-ইংলান্ড মহিলা ক্রিকেট দলের ক্রিকেটাররা। সারা ভারত তাদের জয় কামনা করছে। কায়মনোবাক্যে প্রার্থনা করছে সৌরভ গাঙ্গুলীর ভারতকে ২০০৩ সালের বিশ্বকাপ থেকে যেভাবে খালি হাতে ফিরতে হয়েছিল, সেভাবে যেন ফিরতে না হয় মিতালি রাজদের।

এর মধ্যেই চরম অশালীন ইঙ্গিত করে বসলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর। লর্ডস বললেই ভারতীয়দের স্মৃতিতে অবধারিতভাবে ভেসে ওঠে সৌরভ গাঙ্গুলীর কথা। সেই ন্যাটওয়েস্ট ট্রফি। সেই অবিশ্বাস্য জয় ছিনিয়ে নেওয়া। আর মহারাজকীয় কায়দায় জার্সি খুলে সৌরভের ইংরেজ ক্রিকেটারকে জবাব দেওয়ার সে অভিব্যক্ত- এসবই লর্ডসের অনুষঙ্গে ফিরে ফিরে আসে।

বলা বাহুল্য, ভারতীয় ক্রিকেটে এ অত্যন্ত শ্লাঘার স্মৃতি। আজ যখন লর্ডসে লড়াই করছেন ভারতের মিতালি-ঝুলনরা তখন অনেকের স্মৃতিতেই ফিরেছে সে কথা। কিন্তু মিতালিদের থেকে অন্তত এ ঘটনার পুনরাবৃত্তি চাইছেন না কেউ।

হ্যাঁ, জয় সকলেই চান, কিন্তু তা বলে খালি গায়ে জার্সি ওড়ানো? সৌজন্যের খাতিরেই এ প্রসঙ্গ সযত্নে এড়িয়ে গিয়েছেন সকলে। কিন্তু কোনও সৌজন্যেরই ধার ধারলেন না অভিনেতা ঋষি কাপুর। সৌরভের সেদিনের জার্সি ওড়ানোর ছবি দিয়ে তার স্পষ্ট দাবি, এই কাজের পুনরাবৃত্তি হোক। আর সেটা করবে দলের অধিনায়ক মিতালি রাজ!

তবে কি শুধু মিতালিদের জয় চেয়েছেন তিনি? নেটিজেনরা কিন্তু অন্তত তা মনে করছেন না। ক্ষুব্ধ টুইটার ব্যবহারকারীরা জানাচ্ছেন, বিতর্ক তৈরি করা একরকম অসুখে পরিণত হয়েছে এই বর্ষীয়ান অভিনেতার। এ রোগ থেকে তিনি যেন খুব শিগগিরি মুক্তি পান।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে