বিনোদন ডেস্ক: আবারও ছবি নির্মাণে নামছেন নায়করাজ পুত্র চিত্রনায়ক বাপ্পারাজ। আগামী কোরবানির ঈদের পর তার পরিচালনায় দ্বিতীয় ছবির শুটিং করবেন বলে জানিয়েছেন তিনি। ছবির নাম ‘তারছেঁড়া’। ২০১৫ সালে মুক্তি পেয়েছিল বাপ্পারাজ পরিচালিত প্রথম ছবি ‘কার্র্র্তুজ’।
এবার তিনি দ্বিতীয় ছবি নির্মাণের ঘোষণা দিলেন। বেশকিছু চমক নিয়েই দ্বিতীয় ছবি ‘তারছেঁড়া’র কাজশুরু করতে যাচ্ছেন তিনি। এ ছবিতে নায়করাজ রাজ্জাক অভিনয় করবেন বলে জানিয়েছেন বাপ্পারাজ।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাবা কথা দিয়েছেন। তবে সবকিছু নির্ভর করছে তার সুস্থতার ওপর। যদি বাবা অভিনয় করেন তবে একেবারে ভিন্নরকম একটি চরিত্রে তাকে দেখা যাবে।’
ছবিতে সময়ের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান ও বুবলী জুটিকে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সম্রাটও অভিনয় করবেন।
এ প্রসঙ্গে বাপ্পারাজ বলেন, ‘এ ছবিতে আমি শাকিব খান, বুবলী, সম্রাটকে নিয়ে কাজ করব। সম্রাটের বিপরীতে নতুন একজন নায়িকা এবং একটি বিশেষ ধরনের চরিত্রে জায়েদ খানকে রাখারও চিন্তা করছি। আমি চাই আমার এ ছবিটি হোক এ সময়ের জন্য দৃষ্টান্ত। যে কারণে এ কাস্টিং নিয়ে আমি চিন্তা করছি। সবাই যার যার অবস্থান থেকে আগ্রহ নিয়ে কাজটি শুরু করতে পারলে আশা করছি ভালো কিছুই হবে। তবে শাকিবের ওপর পরিচালক সমিতির নিষেধাজ্ঞার বিষয়টি নিয়েও অপেক্ষা করছি।’
আগামী ঈদের পরপরই ছবিটির শুটিং শুরু করার লক্ষ্যে কাজ শুরু করেছেন বাপ্পারাজ। দেশের বিভিন্ন মনোরম লোকেশন ছাড়াও থাইল্যান্ড ও মালয়েশিয়ায় শুটিং করা হবে। পরিচালনায় থাকলেও এ ছবিতে বাপ্পারাজ অভিনয় করবেন না বলে জানিয়েছেন।
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস