সোমবার, ২৪ জুলাই, ২০১৭, ০৩:৪৪:৩০

এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নাম প্রকাশ, সেরা নায়ক শাকিব খান

এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নাম প্রকাশ, সেরা নায়ক শাকিব খান

বিনোদন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ চলচ্চিত্রবিষয়ক দেশের সবচেয়ে সম্মানজনক সম্মাননা জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫ প্রদান করবেন। চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদানের জন্য সর্বোচ্চ স্বীকৃতি স্বরূপ শেখ হাসিনা নির্বাচিতদের হাতে পুরস্কার তুলে দেবেন। এবার ২৫টি শাখায় ৩১ জনের হাতে এ পুরস্কার তুলে দেয়া হবে।

সোমবার বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পুরস্কার দেবেন।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সভাপতিত্বে জাতীয় সংসদের তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। স্বাগত বক্তব্য দেবেন তথ্য সচিব মরতুজা আহমদ।

রোববার তথ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মীর আকরাম উদ্দীন আহম্মদ জানান, প্রধান অতিথির আসন গ্রহণের পরপরই পবিত্র কোরআন তিলাওয়াত, গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণার সঙ্গে থাকবে তাদের অবদানের ওপর তৈরি ভিডিওচিত্র প্রদর্শনী।

চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য এবার আজীবন সম্মাননায় ভূষিত হচ্ছেন চিত্রনায়িকা শাবানা ও সঙ্গীতশিল্পী ফেরদৌসি রহমান।

‘বাপজানের বায়োস্কপ’ ও ‘অনিল বাগচীর একদিন’ যুগ্মভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র, ‘একাত্তরের গণহত্যা ও বধ্যভূমি’ শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র, মোঃ রিয়াজুল মওলা রিজু এবং মোরশেদুল ইসলাম যুগ্মভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক, প্রধান চরিত্রে শাকিব খান ও মাহফুজ আহমেদ যুগ্মভাবে শ্রেষ্ঠ অভিনেতা এবং জয়া আহসান শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন।

পুরস্কার পেতে যাচ্ছেন- পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা গাজী রাকায়েত ও শ্রেষ্ঠ অভিনেত্রী তমা মির্জা, খল চরিত্রে ইরেশ যাকের, শ্রেষ্ঠ শিশুশিল্পী যারা যারিব, শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার পাবে প্রমিয়া রহমান, শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক সানী জুবায়ের, শ্রেষ্ঠ গায়ক যুগ্মভাবে সুবীর নন্দী ও এস আই টুটুল, শ্রেষ্ঠ গায়িকা প্রিয়াংকা গোপ, শ্রেষ্ঠ গীতিকার আমিরুল ইসলাম, শ্রেষ্ঠ সুরকার এস আই টুটুল, শ্রেষ্ঠ কাহিনীকার মাসুম রেজা, শ্রেষ্ঠ চিত্রনাট্যকার যুগ্মভাবে মাসুম রেজা ও মো. রিয়াজুল মওলা রিজু, শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হুমায়ুন আহমেদ, শ্রেষ্ঠ সম্পাদক মেহেদী রনি, শ্রেষ্ঠ শিল্প নির্দেশক সামুরাই মারুফ, শ্রেষ্ঠ চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান, শ্রেষ্ঠ শব্দগ্রাহক রতন কুমার পাল, শ্রেষ্ঠ পোশাক ও সাজ-সজ্জা মুসকান সুমাইয়া, শ্রেষ্ঠ মেক-আপম্যান শফিক।

পরে চলচ্চিত্র অঙ্গনের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আয়োজন শেষ হবে। সাংস্কৃতিক পর্বটি তত্ত্বাবধান করবেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ ও শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। সাংস্কৃতিক পর্বের আহ্বায়ক হলেন অভিনেতা ফারুক।

এছাড়াও সাংস্কৃতিক পর্ব মাতাবেন একঝাঁক তারকা। চঞ্চল চৌধুরী ও পূর্ণিমার সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে নেচে-গেয়ে দর্শকের মন মাতাবেন পপি, রিয়াজ, অপু বিশ্বাস, ফেরদৌস, ইমন, নিপুণ, জায়েদ খান, বাপ্পী, আইরিনসহ অনেকেই।
২৪ জুলাই ২০১৭/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে