সোমবার, ২৪ জুলাই, ২০১৭, ০৫:৫৯:০৯

মাটি থেকে ৩০,০০০ ফুট উঁচুতে শ্বাসরোধ হয়ে গেল টুইঙ্কল খান্নার!

 মাটি থেকে ৩০,০০০ ফুট উঁচুতে শ্বাসরোধ হয়ে গেল টুইঙ্কল খান্নার!

বিনোদন ডেস্ক: বিমানে করে যাচ্ছিলেন টুইঙ্কল খান্না। মাটি থেকে তাঁর উচ্চতা তখন ৩০,০০০ ফুট। আর সে সময় ভয়াবহ গন্ধ। প্রথমে বুঝতে পারেননি গন্ধের উৎস। পরে বুঝলেন গন্ধটা আসছে তাঁর সহযাত্রীর মোজা থেকে!

দম বন্ধ হয়ে আসা টুইঙ্কল টুইট করে জানিয়েছেন, মোজা থেকে দুটো মরে পচে ওঠা ব্যাঙের গন্ধ বার হচ্ছিল।

এ নিয়ে বিমান সেবিকার কাছে অভিযোগও করেন তিনি।

সেবিকা আবার শুঁকে টুঁকে দেখেন, অভিযোগ সঠিক কিনা। তারপর সহানুভূতির সঙ্গে মাথা নাড়েন। সহযাত্রী ভদ্রলোক ঘুমিয়ে পড়ার সঙ্গে সঙ্গে ছুট্টে এসে তাঁর পায়ে তিনি পারফিউম স্প্রে করে দেন!


যা হোক, এ যাত্রা প্রাণে বাঁচলেন অক্ষয় কুমার ঘরণী!-এবিপি আনন্দ
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে