বিনোদন ডেস্ক : দেখুন কাণ্ড! গোটা দুনিয়া যাকে ইন্টারনেট থেকে তাড়াতে ব্যস্ত, সেই ঢিনচ্যাক পুজা কিন্তু আছেন বিন্দাস৷ কত ঝামেলার ওপর ইউটিউব থেকে ডিলিট হওয়ার পরে, প্রায় সবাই যখন রক্ষা পেয়েছিলেন ঢিনচ্যাক পূজার হাত থেকে, তখনই নতুন ফন্দি এঁটে ফের হাজির পূজা!
সুবিহীন, তালকাটা গান গেয়েই ইউটিউবে হিট ইউটিউব স্টার ঢিনচ্যাক পুজা ৷ একে একে ‘দারু দারু’, ‘সেলফি’, ‘দিল কা শুটার’ ইউটিউবে পেয়েছিল কোটির ওপর লাইক৷ কিন্তু হঠাৎই পুলিশের নজরে পড়লেন পুজা৷ হেলমেট না পড়ে স্কুটার বাইক চালিয়ে বিতর্কের মধ্যে ঢুকে পড়েছিলেন৷ ব্যস, অভিযোগ দায়ের৷ আর ইউটিউব থেকে আউট ঢিনচ্যাক পুজা ৷
তবে এসবের তোয়াক্কা করেন না ঢিনচ্যাক পুজা৷ ফের আসলেন গান নিয়ে৷ তবে এবার সঙ্গে তিনি নেই৷ শুধু আছে তার গানের গলা ও গ্রাফিক্স! সত্যিই সাহস আছে মেয়ের অবহেলা করা তাকে বড্ড কঠিন বিষয়৷ সঙ্গে নিয়ে এলেন তার নতুন গান ‘ক্যাশ ক্যাশ ক্যাশ’৷
এমটিনিউজ/এসএস