সোমবার, ২৪ জুলাই, ২০১৭, ০৮:২৫:৫৭

জাতীয় পুরস্কার পাওয়ার খুশিতে যা বললেন শাকিব খান

জাতীয় পুরস্কার পাওয়ার খুশিতে যা বললেন শাকিব খান

বিনোদন ডেস্ক : তৃতীয় বারের মতো দেশসেরা নায়ক শাকিব খানের হাতে উঠলো ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৫’। সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার হাতে সেরা অভিনেতার পুরস্কার তুলে দেন।

এস এ হক অলিকের ‘আরো ভালোবাসবো তোমায়’ সিনেমায় অভিনয়ের জন্য এই স্বীকৃতি পেয়েছেন তিনি। যৌথভাবে তার সঙ্গে পুরস্কার পেয়েছেন আরেক অভিনেতা মাহফুজ আহমেদ।‘জিরো ডিগ্রী’ সিনেমায় অভিনয়ের জন্য।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে শাকিব বললেন, “শিল্পীর জন্য এটা সবচেয়ে বড় সম্মান। এই নিয়ে আমি তৃতীয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলাম। আমি ভীষণ আনন্দিত।”

তিনি আরো বলেন, “যেহেতু এই পুরস্কারটা দেশের চলচ্চিত্রের জন্য সর্বোচ্চ সম্মান। এই সর্বোচ্চ সম্মানটা যে পেয়েছি তা অবশ্যই নিজেকে অনেক বেশি চিয়ার-আপ করে। এটা নিজের কাজের গতি আরও বাড়িয়ে দেবে।”

২০১০ সালে জাকির হোসেন রাজুর ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ সিনেমাতে অভিনয়ের জন্য প্রথমবার জাতীয় চলচিত্র পুরস্কার পান শাকিব খান। এরপর ২০১২ সালে শাহীন সুমনের ‘খোদার পরে মা’ সিনেমায় অভিনয়ের জন্য দ্বিতীয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।

বছরজুড়েই আলোচনায় ছিলেন শাকিব খান। যৌথ প্রযোজনার চলচ্চিত্র ইস্যুতে বার বার সংবাদের শিরোনাম হয়েছেন। চলচ্চিত্র পরিচালক সমিতি ও চলচ্চিত্র ঐক্যজোটের নিষেধের খড়গে পড়েছেন বেশ ক’বার। আদৌ কোনো চলচ্চিত্রে অভিনয় করতে পারবেন কীনা সেটা নিয়েও তৈরি হয়েছিল সংশয়। সেই শাকিবই বাগিয়ে নিলেন সেরা অভিনেতার পুরস্কার।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে