মঙ্গলবার, ২৫ জুলাই, ২০১৭, ১২:২৭:৩১

চলচ্চিত্র নায়কদের যে বিষয়ে মনোযোগী হতে বললেন প্রধানমন্ত্রী

চলচ্চিত্র নায়কদের যে বিষয়ে মনোযোগী হতে বললেন প্রধানমন্ত্রী

বিনোদন ডেস্ক : ‘বাংলাদেশি নায়করা দেখতে সুন্দর। তাদের নাচ খুব ভালো লেগেছে। ভালো গল্প নিয়ে অনেক ভালো ছবি করতে মনোযোগী হতে হবে নায়কদের’ নায়কদের  প্রশংসা করে তাদের উদ্দেশ্যে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৪ জুলাই) জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, চিত্রনায়ক সাইমন, বাপ্পী চৌধুরী, চিত্রনায়িকা পূর্ণিমাসহ অভিনয় শিল্পীরা। এসময় চিত্রনায়ক বাপ্পী ও সাইমনকে বুকে টেনে নেন প্রধানমন্ত্রী।

মিশা সওদাগর যখন প্রধানমন্ত্রীর সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছিলেন তখন শেখ হাসিনা বলেন, ‘আমাদের এখনকার নায়কেরা তো অনেক সুন্দর। তোমাদের নাচ দেখে মুগ্ধ হয়েছি। দেশের চলচ্চিত্রকে সমৃদ্ধ করতে আরও বেশি ভালো কাজ করতে হবে।’ এসময় রিয়াজ উপস্থিত না থাকলেও প্রধানমন্ত্রী তার অভিনয়ের প্রশংসা করেন।

শিল্পী সমিতির পক্ষ থেকে মিশা সওদাগর প্রধানমন্ত্রীকে এফডিসি আসার দাওয়াত জানালে জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘এফডিসি কখনো যাওয়া হয়নি। আমারও ইচ্ছে আছে একবার যাব। দেখি, সময় করে তোমাদের জানাব। আমিও এফডিসি যেতে আগ্রহী।’
এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে