মঙ্গলবার, ২৫ জুলাই, ২০১৭, ০২:০৪:৩১

মেয়ে দত্তক নিয়ে বদলাচ্ছেন সানি লিওন!

মেয়ে দত্তক নিয়ে বদলাচ্ছেন সানি লিওন!

বিনোদন ডেস্ক: দত্তক মেয়ে পেয়ে মহাখুশি বলিউড অভিনেত্রী সানি লিওন। মেয়েকে সারাক্ষণ বুকে আলগে রাখছেন। মনে হচ্ছে মাতৃত্বের অনুভূতি কাজ করছে তার মধ্যে।  সেজন্য সানির মধ্যেও বেশ পরিবর্তন আসতে শুরু করেছে। এখন ভদ্রোচিত পোশাক পড়া শুরু করেছেন। লম্বা পোশাক পড়ে মাথায় ওড়না দিয়ে চলাফেরা করছেন তিনি। এমন একটি ছবি ভারতের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। ওই ছবিতে সানি ছাড়াও তার স্বামী ড্যানিয়েল ওয়েবার এবং দত্তক কন্যা নিশা কৌর রয়েছে।

কয়েক দিন আগে নিশা কৌরকে দত্তক নেন সানি লিওন ও তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার। মহারাষ্ট্রের লাতুর থেকে তাকে দত্তক নেওয়া হয়েছে। নিশাকে নিয়ে সারাক্ষণ খুনসুটিতে মেতে আছেন সানি ও ওয়েবার দম্পত্তি। ইন্ডাস্ট্রি শুরু করে সাধারণ অনুরাগীও মা হওয়ায় টুইট করে সানিকে শুভেচ্ছা জানায়। অনেকে টুইটারে সানিকে পরামর্শ দিয়েছেন যেন মেয়েকে নিজের মতো করে তৈরি না করে।-আনন্দবাজার।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে