বিনোদন ডেস্ক : একদিকে সানি লিওন, অন্যদিকে ইমরান হাশমি৷ এ যেন শেয়ানে শেয়ানে কোলাকুলি৷ তবে শুধু কী শুধুই কোলা আর কুলি৷ বন্ধ ঘরে টপলেস হয়ে, ইমরানের পুরুষালি বুকে ঝাঁপ৷ আর তারপর যা হওয়ার তা হয়েই গেল! যার স্বাক্ষী ইউটিউবের প্রায় লক্ষ লক্ষ দর্শক৷
মুক্তি পেল পরিচালক মিলন লুথরিয়ার নতুন ছবি ‘বাদশাহো’র নতুন গান ‘মোরে পিয়া’৷ আর এই গানেই উষ্ণতা ছড়ালেন ইমরান হাশমি ও সানি লিওন৷ আর এই আইটেম গান যে এই ছবির একটা টিআরপি হতে চলেছে তা আর বলার প্রশ্ন রাখে না৷ কারণ, একদিকে ইমরানের প্রেমিক ইমেজ মানে ওই ‘সিরিয়াল কিসার’৷ আর সঙ্গে সানি লিওনের ‘বেবি ডল’! সব মিলিয়ে উষ্ণ রসায়ন গোটা গানে!
১৯৭৫ সালে ভারতের জরুরি অবস্থা চলাকালীন সময়ের পটভূমিতে নির্মিত 'বাদশাহো'তে ছয় ডাকাতের একটি সোনা বোঝাই ট্রাক ডাকাতির গল্প বলা হয়েছে। এতে অভিনয় করতে দেখা যাবে অজয় দেবগন, ইমরান হাশমি, বিদ্যুৎ জামওয়াল, এশা গুপ্ত, ইলিয়ালা ডি'ক্রুজ ও সঞ্জয় মিশ্রাকে।
এমটিনিউজ/এসএস