মঙ্গলবার, ২৫ জুলাই, ২০১৭, ০৬:২৮:২৮

'গুজরাত দাঙ্গায় মোদির ভূমিকা নিয়ে সিনেমা করলে বোর্ড আটকাবে তো?'

'গুজরাত দাঙ্গায় মোদির ভূমিকা নিয়ে সিনেমা করলে বোর্ড আটকাবে তো?'

বিনোদন ডেস্ক : ফের 'ইন্দ্রিরা সরকার' নিয়ে খড্গহস্ত কংগ্রেস। এ বার তাদের প্রশ্ন, ইন্দিরা গাঁন্ধীর 'জরুরি অবস্থা' নিয়ে যদি ছবি হয়, তা হলে নরেন্দ্র মোদির আমলের 'গুজরাত দাঙ্গা' নিয়ে ছবি কেন হবে না?

'ইন্দু সরকার'-এর ট্রেলার রিলিজের পর থেকেই কংগ্রেস কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে ছবির পরিচালক-সহ গোটা ইউনিটকে। দফায় দফায় বিক্ষোভ দেখানোর জেরে পরিচালক মধুর ভাণ্ডারকরের জন্য পুলিশি নিরাপত্তার ব্যবস্থাও করতে হয়েছে। কিন্তু, ছবি মুক্তির তিন দিন আগে ফের যে ভাবে বিতর্ক দানা বেঁধেছে তাতে চিন্তিত গোটা টিম।

সম্প্রতি কংগ্রেস নেতা এম বীরাপ্পা মইলি জানিয়েছেন ইন্দ্রিরা সরকার ছবিটি কংগ্রেসের ভাবমূর্তিতে আঘাত করেছে। তার পরেই মইলির প্রশ্ন, ''গুজরাত দাঙ্গায় নরেন্দ্র মোদির ভূমিকা নিয়ে যদি সিনেমা হয়, তা হলে কি সেন্সর বোর্ড সেই ছবি মুক্তিতে বাধা দেবে?'' তবে কি 'ইন্দু সরকার'-এর পাল্টা দিতে গুজরাত দাঙ্গা নিয়ে ছবি চাইছে কংগ্রেস? মইলি কোনও জবাব দেননি।

সত্তরের দশকে ভারত জুড়ে জরুরি অবস্থার সময়ে রাষ্ট্রীয় নিপীড়নের টুকরো টুকরো ছবি ফুটে উঠেছে ইন্দু সরকারে। সেই কাহিনি বলতে গিয়ে, কেন্দ্রে তত্কালীন ক্ষমতাসীন রাজনৈতিক দল কংগ্রেস এবং গাঁন্ধী পরিবারের প্রসঙ্গও এসেছে। 'ভুল ব্যাখ্যা' হয়েছে বলে প্রথম থেকেই তীব্র প্রতিবাদে নেমেছিল কংগ্রেস।

পরিচালক অবশ্য দাবি করেছেন, ছবিটির ৭০ শতাংশই গল্প। মাত্র ৩০ শতাংশের সঙ্গে বাস্তবের মিল রয়েছে। ছবিটি মুক্তি পাবে আগামী শুক্রবার। আনন্দবাজার
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে