মঙ্গলবার, ২৫ জুলাই, ২০১৭, ০৭:৪৯:৩২

মা, বড় বিপদে আছি: শাবানাকে বুলবুল বিশ্বাস

মা, বড় বিপদে আছি: শাবানাকে বুলবুল বিশ্বাস

বিনোদন ডেস্ক: গত সোমবার অনুষ্ঠিত হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৫। পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলা চলচ্চিত্রের সবচেয়ে দর্শকপ্রিয় অভিনেত্রী শাবানা। কথা বলার এক পর্যায়ে তিনি চোখের পানি ধরে রাখতে পারেননি। কেঁদে ওঠেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী এই অভিনেত্রী। তার অশ্রুসিক্ত চোখ দেখে উপস্থিত অতিথি ও শিল্পী-কলাকুশলীদের চোখেও পানি চলে আসে।

শাবানার প্রতি পুরো ইন্ডাস্ট্রির কি পরিমাণ ভালোবাসা ও শ্রদ্ধা, তা খুব সুন্দরভাবে আবারো প্রমাণিত হয় তখন। আজ মঙ্গলবার সকালে এ কিংবদন্তী অভিনেত্রীকে আবারো চলচ্চিত্রে ফিরে আসার জন্য বিনীত আহবান জানিয়ে তরুণ চলচ্চিত্র নির্মাতা বুলবুল বিশ্বাস তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।

সেখানে বুলবুল বিশ্বাস লেখেছেন,‘ছোট বেলায় বা নিকট অতীতে চলচ্চিত্রের সুদিনে যখন মাইকে বা বিটিভি বা বাংলাদেশ বেতারে বাংলা সিনেমার বিজ্ঞাপন প্রচারিত হত, সেই সময় সর্বাধিক বিশেষণ জুড়ে উচ্চারিত হত তোমার নাম মা ‘শাবানা’। জনগণ নন্দিত, স্নেহময়ী, মমতাময়ী এমন হাজারো বিশেষণ।

‘শাবানা’ শুধু নামটিই যে কতখানি, তা বোঝার জন্য এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৫ প্রদান অনুষ্ঠানে তোমার উপস্থিতিই যথেষ্ট ছিল। বাংলা চলচ্চিত্রের আজকের এই দূর্দিনে চলচ্চিত্র কর্মী এবং সরকারের কি করা উচিত, তার সুন্দর দিক নির্দেশনা তুমি দিয়ে গেলে তোমার বক্তব্যে।

উশৃঙখলদের মৃদু শাসন করতেও তুমি ভুললে না। এই না হলে তুমি একজন মা। মা, বড় বিপদে আছি। শাসন বা আদর করার কেউ নেই। তোমাকে এই ইন্ডাস্টির বড় দরকার। মৌনতা ভেঙে ফিরে এসো। তুমি দেখেছো, কাল তোমার এক ফোটা চোখের পানিতে দেশ জুড়ে বাঙালি ডুকরে কেঁদে উঠেছে। একবার ডাক দিয়েই দেখো না, সপরিবারে বাঙালি আবার সিনেমা হলে ছুটে আসবে।

জানো, বেশ বড় করে লেখার ইচ্ছা ছিল। পারছি না। কেন জানি না, লিখতে গিয়ে গলা ধরে আসছে, চোখ ভরে উঠছে পানিতে। ফিরে এসো। ফিরে এসো আমাদের মাঝে।’

এদিকে ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘রাজনীতি’ চলচ্চিত্রেটি নিয়ে বুলবুল বিশ্বাস আছেন বেশ আনন্দে। কারণ, তার প্রথম পরিচালিত ছবি ‘রাজনীতি’ অসামান্য সাফল্য অর্জন করেছে। মাস পেরিয়েও এখনো প্রায় অর্ধশত চলছে ছবিটি। শাকিব খান, অপু বিশ্বাস ও আনিসুর রহমান মিলন অভিনীত ছবিটি দর্শক-সমালোচকদের প্রশংসার জোয়ারেও ভাসছে।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে