বুধবার, ২৬ জুলাই, ২০১৭, ০১:১২:০৬

শাহরুখ খানের পারফর্মেন্স আমারও ভালো লাগে: মিশা সওদাগর

শাহরুখ খানের পারফর্মেন্স আমারও ভালো লাগে: মিশা সওদাগর

বিনোদন ডেস্ক: অমিতাভ বচ্চনের ‘মেরে অঙ্গনে মে তোমহার ক্যা কাম হ্যায়’ গানটি গাওয়ার তালে তালে গা দুলিয়ে নাচছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা। সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে পড়া একটি ভিডিওতে এমনটিই দেখা যায়।

বিতর্কিত যৌথ প্রযোজনার ইস্যু নিয়ে বাংলাদেশের চলচ্চিত্র জগত এখন বেশ অনেকখানি সরগরম। আর যৌথ প্রযোজনার অন্যতম প্রতিবাদী কণ্ঠ মিশা। সেই তিনিই কেন হিন্দি গান গাইলেন ও নাচলেন, এমন প্রশ্ন তুলে ভিডিওটি শেয়ার করেছেন অনেক ফেসবুক ব্যবহারকারী।

তবে সমালোচনার এই সলতেতে প্রথম আগুন ধরানো হয় ‘প্রিয়দর্শিনী অভিনেত্রী (মৌসুমী) ফ্যানক্লাব’ নামে ফেসবুকের একটি পাবলিক গ্রুপ থেকে। সেই গ্রুপে প্রথম মিশার এই ভিডিওটি শেয়ার দেয়া হয়। তারপরই এটি ভাইরাল হয়ে পড়ে।

এ ব্যাপারে মিশার সাথে যোগাযোগ করা হলে অত্যন্ত ক্ষোভের সাথে তিনি বলেন, ‘এটা কোনো আলোচনার বিষয়ই না। আমি এটা নিয়ে কোনো কথাই বলতে চাই না। লেট দেম ডু।’

তিনি বলেন, অমিতাভের অভিনয় বা গান কার পছন্দ নয়? শাহরুখ খানের পারফর্মেন্স আমারও ভালো লাগে। বাংলাদেশের কোন ঘরে হিন্দি গান বাজে না? আমি তো গায়ক নই, দর্শককে বিনোদন দেওয়ার জন্য গানটি গেয়েছিলাম। আর কিছু নয়। এখন এটা নিয়ে কে বা কারা সমালোচনা করছে, সেসব দেখার সময় আমার নেই।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে