বুধবার, ২৬ জুলাই, ২০১৭, ০৩:০৫:০৯

দীর্ঘ চার বছর পর আবারও অভিনয়ে টনি ডায়েস

দীর্ঘ চার বছর পর আবারও অভিনয়ে টনি ডায়েস

বিনোদন ডেস্ক: দীর্ঘ চার বছর পর নাটকে অভিনয় করলেন যুক্তরাষ্ট্র প্রবাসী অভিনেতা টনি ডায়েস। লিপি মনোয়ারের রচনায়, সৈয়দ জামিমের পরিচালনায় ‘অনাহূত’ নাটকটি যুক্তরাষ্ট্রে তৈরি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের গল্প নিয়েই নাটকটি তৈরী করা হয়েছে বলে জানিয়েছেন টনি ডায়েস। তিনি বলেন, নাটকের কাহিনী আর সংলাপ খুব ভালো বলে কাজটা করতে আমি রাজি হই। চার বছর পর আবার নাটকে কাজ করলাম তাই পুরো কাহিনী এখন আর বলবো না।

আগামী ঈদে নাটকটি দেশের কোনো একটি বেসরকারি টিভিতে প্রচার হবে।

প্রিয়ন্তীর প্রযোজনায় নির্মিত ‘অনাহূত’র নির্বাহী প্রযোজক মনোয়ার হোসেন পাঠান। টনি ডায়েস ছাড়া নাটকটিতে আরো অভিনয় করেছেন মিলা হোসেন, শামসুজ্জামান বকুল, শিরিন বকুল, আনিসুর রহমান দিপ প্রমুখ।
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে