বিনোদন ডেস্ক: ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫’ প্রদান হয়ে গেল সোমবার। শাহরিয়ার নাজিম জয় পরিচালিত ‘প্রার্থনা’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ শিশুশিল্পীর স্বীকৃতি মিলেছে অপূর্বা জারার। প্রথমবারের মতো জাতীয় পুরস্কার গ্রহণের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথাও হয়েছে তার।
এই বিষয়ে বুধবার জারা বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে বলছিলেন, বাচ্চাদের অভিনয় উনার অনেক ভালো লাগে। অবসরে বাচ্চাদের সিনেমা দেখেন তিনি।’
প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নেওয়া প্রসঙ্গে আরো বলেন, ‘পুরস্কার নেওয়ার সময় তার সামনে দাঁড়িয়ে খুব ভালো লাগছিল আবার নার্ভাসও লাগছিল।’
কিংবদন্তী নায়িকা শাবানার সাথেও কথা হয় জারার। তাকে দেখে শাবানা বলছিলেন, ‘বাচ্চাদের যেটা করতে বলা হয় তারা সেটাই করে দেখাতে পারে।’
‘প্রার্থনা’য় মৌসুমী নাগের মেয়ের চরিত্রে অভিনয় করেন জারা। সে প্রসঙ্গে তার অনুভূতি এমন, ‘এটা শুধু আমার একার প্রাপ্তি না, এই সিনেমার নির্মাতা ও পুরো টিমের প্রাপ্তি। আমি অনেক খুশি। সামনে আরো ভালো কিছু করতে চাই।’
৭ বছর বয়সে আশরাফুল আলম রিপনের পরিচালনায় ‘বন্ধুতা’ খণ্ড নাটকে অভিনয়ের মধ্য দিয়ে মিডিয়াতে যাত্রা শুরু এই শিশুশিল্পীর। পরবর্তীতে মামুনুর রশীদসহ নামি কয়েক নির্মাতা নাটক-সিনেমায় দেখা যায় তাকে। জনপ্রিয় কিছু বিজ্ঞাপনের মডেল হিসেবে দর্শক দেখেছেন জারাকে।
রাজধানীর স্কলার স্কুল অ্যান্ড কলেজে পঞ্চম শ্রেণীর ছাত্রী জারা। শুধু অভিনয়-নাচ-গান নিয়েই ব্যস্ত থাকে না সে। সবকিছুর আগে পড়ালেখা করতে চায় ঠিকমতো। প্রতি পরীক্ষাতেই প্রথম স্থান থাকে তার দখলেই।
জারার ভাষায়, ‘আমি পড়ার সময় পড়ি। পড়ালেখা ঠিকমতো করেই অন্য কিছু করি। আমি একজন অনেক বড় অভিনেত্রী হতে চাই।’
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস