বুধবার, ২৬ জুলাই, ২০১৭, ০৯:২১:৩৮

সেই তিন্নি এবার সজলের সঙ্গে...

সেই তিন্নি এবার সজলের সঙ্গে...

বিনোদন ডেস্ক: একসময়কার তরুণদের হার্টধ্রব শ্রাবস্ত্রী দত্ত তিন্নি। তাই নতুন করে পাঠকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কোন দরকার নেই। অভিনয়ে তিনি একসময় নিয়মিত ছিলেন কিন্তু এখন আর নেই। নানান কারণে তিন্নি অভিনয় থেকে দূরে। তার অগণিত ভক্ত অপেক্ষায় থাকেন কখন ফিরবেন তিন্নি অভিনয়ে। তাদের সেই অপেক্ষার অবসান ঘটিয়ে দিলেন।

তিন্নি তো অভিনয়ে ফিরলেন এখনকার রোমান্টিক অভিনেতা সজলের সঙ্গে। তার সঙ্গে তোলা সেলফিগুলোই বলে দিচ্ছে তিন্নি অভিনয়ে ফিরে কতটা খুশি হয়েছেন। সজলের সঙ্গেই কী ফিরছেন তিন্নি? এমন প্রশ্ন নিয়েই সজলের সঙ্গে যোগাযোগা যোগ করা হলে তিনি বলেন, ‘হ্যাঁ ঘটনা সত্য। তিন্নি অভিনয়ে ফিরেছে। গল্পটা অসাধারণ কিন্তু নামটি মনে নেই। পরিচালনা করেছেন পারভেজ আমিন। সিলেটে শুটিং হয়েছে গতকাল থেকে। আর আজকে শেষে হলো শুটিং দুপুর তিনটায়।’

ওদিকে পরিচালক পারভেজ আমিনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। সজলের কাছ থেকে আরও জানা যায় এই ঈদে একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে নাটকটি।
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে